Homeসব খবরআন্তর্জাতিকইসরাইলি হামলার প্রতিবাদে কাতারে বিক্ষোভ, বাংলাদেশিদের অংশগ্রহণ

ইসরাইলি হামলার প্রতিবাদে কাতারে বিক্ষোভ, বাংলাদেশিদের অংশগ্রহণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে কাতারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। কাতারের সর্বস্তরের জনগণসহ প্রবাসী বাংলাদেশিরাও এই বিক্ষোভে অংশ নেন।

হাজার হাজার নারী-পুরুষ এই বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান। শনিবার (১৫ মে) রাতে দেশটির রাজধানী দোহায় জাতীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীদের কাতার, ফিলিস্তিনি ও নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানাতে দেখা যায়। বিক্ষোভকারীরা ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এছাড়া তাঁরা আল-আকসা মসজিদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই বিক্ষোভে কাতার সফররত হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ও ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া অংশ নিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement