Homeসব খবরবিনোদনইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘হিল্লা বিয়ে’

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘হিল্লা বিয়ে’

ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত অভিনীত ‘হিল্লা বিয়ে’ এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। ২০ মে বিকেল ৫টা পর্যন্ত আপলোড করা এ নাটকের ভিউয়ার্স সংখ্যা ১৪ লাখেরও বেশি।

টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। রাশেদ সীমান্ত ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, অলিউল হক রুমি, সফিক খান দিলু প্রমুখ।

রাশেদ সীমান্তর অভিনেতা হওয়ার গল্প খুব বেশি দিনের নয়। হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করার মাধ্যমেই প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে সাফল্যের চূড়ায় পৌঁছায় গিয়েছেন রাশেদ সীমান্ত।

‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে মিডিয়ায় তুমুল আলোচিত হন তিনি। এরপর আমার বাবা, বরিশাল টু ঢাকা, মানবতা এবং সর্বশেষ প্যারোলে মুক্তি নাটকের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। রাশেদ বলেন, ‘মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমার মতো একজন সামান্য মানুষকে এমন অবস্থান দিয়েছেন। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যারের প্রতি যিনি আমাকে অভিনেতা হিসেবে সুযোগ দিয়েছেন। তিনি আমাকে এ সুযোগটি না দিলে আজ রাশেদ সীমান্ত নামের এ অভিনেতার জন্ম কখনোই হতো না।’ সেইসঙ্গে দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, রাশেদ সীমান্ত অভিনীত ঈদের দ্বিতীয় নাটক ‘আমি মীর জাফর’ মাত্র একদিন আগে আপলোড করার পরই ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। দ্রুতই মিলিয়নের ঘর পেরিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।

Advertisement