Homeসব খবরক্রিকেটআগামীকাল আর মাত্র একটি উইকেট নিলে ওয়াশিম আকরামকে পিছনে...

আগামীকাল আর মাত্র একটি উইকেট নিলে ওয়াশিম আকরামকে পিছনে ফেলে দুইটি রেকর্ড গড়বেন সাকিব

আগামীকাল শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন ওয়ানডের সিরিজটি এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথমবার সিরিজে হারানোর পাশপাশি ওয়ানডে সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল। তবে কাজ এখনও শেষ হয়নি। শেষ ম্যাচে জিতে সুযোগ আছে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। সঙ্গে দেশের মাটিতে টানা তিনটি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করারও।

সর্বকালের সেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দাঁড়িয়ে রয়েছেন রেকর্ডের সামনে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার আর মাত্র ‌একটি উইকেট পেলেই নতুন দুটি রেকর্ড গড়বেন।ওয়ানডে ক্রিকেটে বাংলাদশের সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র একটি উইকেট প্রয়োজন বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২৭০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। এই মুহূর্তে সমানসংখ্যক উইকেট নিয়ে মাশরাফির পরেই রয়েছেন সাকিব আল হাসান। আর মাত্র একটি উইকেট পেলেন মাশরাফি বিন মুর্তজা কে ছাড়িয়ে যাবেন সাকিব।

আরও একটি কীর্তি গড়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে। আর এক উইকেট পেলেই এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশি তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পেছনে ফেলার সুযোগ রয়েছে সাকিবের সামনে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে তুলে নেন একটি উইকেট এবং দ্বিতীয় ম্যাচে তুলে নেন ২ উইকেট।

Advertisement