Homeসব খবরক্রিকেটঅবশেষে ছাড়পত্র পেলেন সাকিব-মুস্তাফিজ, আজ থেকেই অনুশীলনে যোগ দিচ্ছেন...

অবশেষে ছাড়পত্র পেলেন সাকিব-মুস্তাফিজ, আজ থেকেই অনুশীলনে যোগ দিচ্ছেন তারা

কোয়ারেন্টাইন শেষ সাকিব-মুস্তাফিজের। দলীয় অনুশীলনের জন্য ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার কারণে গত ৬ মে দেশে ফেরেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

এরপর রাজধানীর দুটি হোটেলে ১৪ দিনের কঠোর কোয়ান্টায়নে থাকেন এই দুই ক্রিকেটার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর বিধি-নিষেধ অনুযায়ী তাদের দুইজনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ১৯ মে। কিন্তু দুইদিন আগেই আজ ছাড়া পাচ্ছে তারা।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর আজ থেকেই জাতীয় দলের অনুশীলনে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ মে বিকেএসপির ৪ নম্বর মাঠে একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের সুযোগ পাওয়া প্রাথমিক স্কোয়াডে ক্রিকেটাররা। এরপর দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে শুরু হবে ২৩ মে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ মে। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ বেজে ৩০ মিনিটে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Advertisement