Homeসব খবরবিনোদন‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আশাবাদী : রিয়াজ

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আশাবাদী : রিয়াজ

দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে একজন ব্যাটালিয়ান কমান্ডারের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক। সবশেষ ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি বড় পর্দায় দেখা যায় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে।

র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার রোমাঞ্চকর এই সিনেমা। এতে দেশপ্রেম, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূলতার গল্প তুলে ধরেছেন নির্মাতা দীপংকর দীপন। এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী রিয়াজ। এমনটাই জানালেন এই চিত্রনায়ক।

শুরুতেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের সব মানুষই আমার দর্শক। তাদের সামনে দীর্ঘদিন পর পর্দায় হাজির হচ্ছি আমি, এটা ভালো। আনন্দের বিষয়।’

নিজের চরিত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আর কয়েকদিন পরে ছবিটি মুক্তি পাবে। এখন বোধ হয় চরিত্রের ব্যাপারে বিস্তারিত বলা ঠিক হবে না। তারচেয়ে বরং ভালো, মুক্তির পরে দর্শকরা দেখুক। প্রত্যাশার প্রশ্ন তুললে এই চিত্রনায়ক বলেন, ‘আমি একজন আশাবাদী মানুষ। এখন দেখা যাক মুক্তির পর কী হয়।”

এর আগে ছবিটি নিয়ে এক সংবাদ সম্মেলনে রিয়াজ বলেছিলেন, মেহের আফরোজ শাওনের নির্মাণে ‘কৃষ্ণপক্ষ’-এর পর ভেবেছিলাম হয়তো সিনেমায় আর অভিনয় করা হবে না। কিন্তু নিয়মিত অভিনয়ের ইচ্ছা ছিল। এ কারণে নাটকে অভিনয় করেছি। গুড লাক যে, র‌্যাবের উদ্যোগে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ এর মতো একটি সিনেমার মাধ্যমে আবার ফিরছি।

২০১৯ সালে ২০ ডিসেম্বর সুন্দরবন ও সাগর তীরে শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। পরে মহামারি করোনাভাইরাসের হানায় কয়েক ধাপ পিছিয়ে গত বছরের ১০ ডিসেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় ছবিটির শুটিং সম্পন্ন হয়।

Advertisement