Homeসব খবরজেলার খবরপঞ্চগড়ে বাতাবি লেবুর চাহিদা তুঙ্গে!

পঞ্চগড়ে বাতাবি লেবুর চাহিদা তুঙ্গে!

পঞ্চগড়ে বাতাবি লেবুর বাগনজুড়ে এখন লেবুর সমারোহ। জেলার দেবিগঞ্জের দেবদারু তলায় সপ্তাহে দুই দিন বাতাবি লেবুর হাট বসে। এই হাট থেকে ট্রাকে করে লেবু চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আসন্ন দূর্গাপূজায় বাতাবি লেবুর বেশ চাহিদা থাকায় বাজারে ভালো দামের আশা করছেন বাগানিরা।

জানা যায়, পুষ্টিগুণে ভরপুর বাতাবি লেবু। দেশের অনেক জায়গায় এই ফল জাম্বুরা নামেও পরিচিত। খেতে সুস্বাদু হওয়ায় সারাদেশে এর বেশ চাহিদা রয়েছে। এবছর জেলায় ৩১ হেক্টর জমিতে বাতাবি লেবুর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ৪ টন বাতাবি লেবুর উৎপাদন হয়।

এই উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এ অঞ্চলের বাতাবি লেবুর চাষিরা। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেবিগঞ্জ সদর উপজেলার দেবদারু তলায় বসে এই হাট।

বাতাবি লেবু বিক্রেতা করিম হোসেন বলেন, এই লেবুর অনেক চাহিদা। আসন্ন দূর্গাপূজায় এই লেবু ব্যবহার হয়ে থাকে। তাই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। আকার ভেদে প্রতি পিস বাতাবি লেবু ১২-১৬ টাকায় বিক্রি করতে পারছি। হাটে বাতাবি লেবুর ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হচ্ছি।

লেবু বিক্রেতা আফজাল বলেন, পূজার সময় জাম্বুরার বেশ চাহিদা থাকে। তাই দেবিগঞ্জ বাজারের এই হাটে বাতাবি লেবু বিক্রি করতে আসছি। বাজার দর ভালো পাওয়ায় আমি খুশি। উৎপাদন খরচের তুলনায় বাতাবি লেবু বিক্রিতে বেশ লাভবান হওয়া যায়। তাই এখন বাসা-বাড়ি ও পতিত জমিতে বাতাবি লেবুর চারা লাগানো হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ মুহম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বাতাবি লেবু একটি সুস্বাদু ফল। এটির আবাদ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। কৃষকদেরকে তাদের অনাবাদি জমিতে বাতাবি লেবু চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement