Homeসব খবরক্রিকেটবাংলাদেশ সফর সবসময়ই কঠিন : কেমার রোচ

বাংলাদেশ সফর সবসময়ই কঠিন : কেমার রোচ

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর এবার টেস্ট সিরিজ নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ। বিগত সময়ে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের রেকর্ড খুব একাট ভালো নয়। তারপর দলে নেই নিয়মিত অনেক ক্রিকেটার। সব মিলিয়ে একটু পিছিয়ে থেকেই টেস্ট সিরিজ শুরু করবে ক্যারিবীয়নরা।

এদিকে, বাংলাদেশের পরিবেশ অনেকটাই চেনা ওয়েস্ট ইন্ডিজদের। বাংলাদেশের ২০ উইকেট নিতে কি করতে হবে সেটা জানেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেমার রোচ। সেই সাথে বাংলাদেশের সফল সব সময় কঠিন বলে মন্তব্য করেছেন কেমার রোচ। তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে এবং যতটা ভালোভাবে সম্ভব পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সফর সবসময়ই কঠিন। ছেলেরা তিন সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে। একটা ভালো সংগ্রহ গড়তে এবং ম্যাচে ২০ উইকেট নিতে কী করতে হবে তা আমরা জানি।’

নিজের দলের পেসারদের উদ্দেশ্যে রোচ বলেন, ‘পেসারদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে। গতি কিংবা সিম মুভমেন্টের জন্য সহায়ক হবে না পিচ। ঠিক জায়গায় ধারাবাহিকভাবে বল করে যেতে হবে”। “ব্যাটসম্যানকে সামনের পায়ে চ্যালেঞ্জ জানাতে হবে। বাংলাদেশে সাফল্য পাওয়ার এটাই সবচেয়ে ভালো পথ। বাংলাদেশের মিডল অর্ডারকে ভোগাতে যত তাড়াতাড়ি সম্ভব রিভার্স সুইং করানোর চেষ্টা করতে হবে। নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করতে হবে।”

Advertisement