Homeসব খবরবিনোদনবিভাজন ও দ্বন্দ্ব একদমই পছন্দ করি না আমি :...

বিভাজন ও দ্বন্দ্ব একদমই পছন্দ করি না আমি : ডিপজল

রায়ের পরেই পুরোদমে কাজ শুরু করেছেন অভিনেত্রী নিপুণ। এমনকি প্রতিদ্বন্দ্বী প্যানেলের জয়ী নেতাদেরও সমিতিতে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হয়েছেন নিপুণ। রোববার (২৭ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে মিটিং হয়। এতে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব দেন নিপুণ। এছাড়া উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয়ী মনোয়ার হোসেন ডিপজল।

সমিতির কার্যালয়ে মিটিং শেষে সংবাদমাধ্যমকে ডিপজল বলেন, আমি কোনো শিল্পী সমিতি-টমিতি বুঝি না। আমি সব সময় শিল্পীদের পাশে ছিলাম, এখনো আছি। আমি কেবল জানি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে একসঙ্গে থাকতে হবে আমাদের। আগেও কখনো সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, এখনো চাই না। এসব একদমই পছন্দ করি না আমি।

এই অভিনেতা আরও বলেন, দুই বছর মেয়াদী কমিটির দ্বন্দ্বে ইতোমধ্যে প্রায় এক বছর চলে গেল। দ্বন্দ্ব করে লাভ কি হলো? তার থেকে সামনে যে এক বছর আছে, ওই সময়টায় সবাই মিলে শিল্পীদের জন্য কী ভালো করা যায় সেটা ভাবি আমরা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে হাইকোর্ট থেকে দেয়া রায় স্থগিত রেখে অভিনেত্রী নিপুণের লিভ টু আপিল (আপিলের জন্য অনুমতি) গ্রহণ করেন আপিল বিভাগ। গত ২১ নভেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।ওই দিন অভিনেত্রীর পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, আপিল বিভাগের এ আদেশের পরে সংগঠনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে কোনো বাধা রইলো না নিপুণের।

Advertisement