Homeসব খবরআন্তর্জাতিকমক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভি'ডিও ভাই'রাল

মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভি’ডিও ভাই’রাল

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই বজ্রপাতের একটি ভি’ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভি’ডিওতে দেখা যায়, বৃষ্টিস্নাত সন্ধ্যায় এই স্থাপনায় আঘাত হানে বজ্রপাত। এতে ওই এলাকার আকাশে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুলহাম এইচ নামের একজন টুইটারে ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভি’ডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগে মক্কায় বৃষ্টির সময় বুর্জ আল-সাতে বজ্রপাত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) শেয়ার করা ভিডিওটি টুইটারে ইতিমধ্যে ১৪ লাখের বেশি মানুষ দেখেছেন। কয়েকজন টুইটার ব্যবহারী মুলহামের এই টুইট শেয়ার করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) তথ্য অনুযায়ী, আমিরাতে প্রায় ৩০ বছরের মধ্যে গত জুলাইয়ে সবচেয়ে উষ্ণ আবহাওয়া দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত একটি গাছের ছবি ভাইরাল হওয়ার কয়েকদিন পর মক্কার ভি’ডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement