Homeসব খবরবিনোদন৯ টাকা কাবিনে চমকের বিয়ে

৯ টাকা কাবিনে চমকের বিয়ে

এবার একই দিনে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও রুকাইয়া জাহান চমক। নাদিয়ার বিয়ের খবর প্রকাশ্যে এসেছে শুক্রবার (২১ জুন) রাতে। এদিকে, আজ সকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন চমক। তাঁর বরের নাম আজমান নাসির।

জানা যায়, এই নবদম্পতিরও বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার। বিয়ের আয়োজন ছিল রাজধানীর একটি মহিলা মাদ্রাসায়। সেখানে ছোট্ট বাচ্চারা ও ঘনিষ্ঠদের সঙ্গে খাওয়া-দাওয়ার আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। এদিকে, চমক-নাসিরের বিয়েতে কাবিন রাখা হয়েছে ৯ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

মাদ্রাসায় বিয়ের আয়োজনের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে চমক লেখেন, ‘বন্ধুরা, ৯ আমার লাকি নাম্বার। যেহেতু আমার জন্মদিন ৯-ই জুলাই, তাই আমরা সিদ্ধান্ত নিই যে কাবিন ৯ টাকা রাখব। কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনোই বড় বিষয় নয়। আমাদের বিশ্বাস—ভালোবাসা ঐশ্বরিক, যা আমাদের সারাজীবন একসঙ্গে রাখবে।’

বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি। কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সাথে খাওয়া-দাওয়া করেছি। সবকিছু খুবই সহজ-স্বাভাবিক রেখেছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।’

এর আগে শুক্রবার (২১ জুন) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন চমক। যেখানে দেখা যায়, লাল রঙের একটি শাড়ি পরেছেন তিনি। হালকা মেকআপ, সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না। অন্যদিকে, বিয়েতে অভিনেত্রীর স্বামী পরেছিলেন সাদা পাঞ্জাবি।

Advertisement