Homeসব খবরক্রিকেট৪৮ ঘণ্টায় বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল

৪৮ ঘণ্টায় বদলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দল

আইসিসি থেকে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে এবার বেশ সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে দলে পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামও। ত্রি-দেশীয় সিরিজ শেষের পরই ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিলো, পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ দলে। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলছে তেমনই আভাস দিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আনা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘এখানে আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মাঝে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’

কে বাদ পড়তে যাচ্ছেন কিংবা কে নতুন করে দলে ঢুকবেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু না হলেও ত্রিদেশীয় সিরিজ থেকে কিছুটা আঁচ করে নেয়া যায়। ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর থেকে প্রত্যাশিত বোলিং করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেও ব্যাটিংয়ে নিজের ছাপ রাখতে পারেননি সাব্বির রহমান। যে কারণে বিশ্বকাপ দল থেকে তাদের বাদ পরার সম্ভাবনা বেশি। তার বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকার। তবে এখনই কিছু বলে দেওয়া যাচ্ছে না। দুই দিন সময়ের মধ্যে অনেক চিন্তাধারা পাল্টে যেতে পারে। এবার দেখা যাক, কে হয় বিশ্বকাপের নতুন সারথী আর কার ভাগ্যে লেখা আছে স্বপ্নভঙ্গের গল্প।

Advertisement