Homeফুটবল৩ হাজার ১৫০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

৩ হাজার ১৫০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

প্রায় দুই হাজারের বেশি সমর্থকরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার বিকেলে দুই দফা এই পতাকার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের রাজৈরে ব্রাজিল ভক্তরা ৩ হাজার ১৫০ ফুট পতাকা নিয়ে র‌্যালি করে সাড়া ফেলে দিয়েছে।

এদিকে, আয়োজক কমিটির সদস্য এমারাত আকন গণমাধ্যমকে জানান, কাতার ফুটবল বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্রাজিলের সমর্থকরা ৩ হাজার ১৫০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা নিয়ে বৃহস্পতিবার বিকালে রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়।

এছাড়াও শুক্রবার সকালে রাজৈর কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে এই শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈরের থানার মোড় হয়ে শানেরপাড় বাসস্টান্ড গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার মূল উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক জানান, আমরা জীবনের শুরু থেকেই ব্রাজিলের ভক্ত। যে কারণে সার্বিয়াকে ২ গোল দিয়ে এবারের বিশ্বকাপ সূচনা করেছে। এবার বিশ্বকাপে বিজয় হবে ব্রাজিল। তাই পতাকা নিয়ে আমরা আনন্দে মেতেছি। এতে আমরা আনন্দিত।

Advertisement