Homeসব খবরজেলার খবরগোয়ালন্দে পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির বাগাড়

গোয়ালন্দে পদ্মায় ধরা পড়ল ২৬ কেজির বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়ায় জেলেদের জালে ২৬ কেজি ওজনের বিপন্ন বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা বাগাড়টি ২৯ হাজার টাকায় কিনে ফেরিঘাটে তার আড়তঘরে রেখে দেন। তিনি পরে এটিকে আবার বিক্রি করবেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী বাগাড় মাছ লাল তালিকাভুক্ত মহাবিপন্ন প্রাণী। তবু দেশে অবাধে মাছটি শিকার ও বিক্রি করছেন জেলেরা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা নেই। মোবাইল ফোনে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘বাগাড় মাছ নিষিদ্ধ কোনো প্রাণী না। জেলেরা বাগাড় মাছ শিকার করবে, খাবে এটাই তো স্বাভাবিক। নিষিদ্ধের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।’

রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবির বলেন, ‘বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করে যে বিভাগ, তাদের প্রধান কার্যালয় খুলনায় অবস্থিত। যে কারণে তারা মাঝেমধ্যে বাগাড় ধরার খবর পেলেও সেখান থেকে কিছুই করতে পারেন না।’-কালবেলা

Advertisement