Homeসব খবরবিনোদন২৫ বছর পার, নিজেকে আর প্রমাণ করার কিছু নেই...

২৫ বছর পার, নিজেকে আর প্রমাণ করার কিছু নেই : শাকিব

২৫ বছরের বর্ণিল ক্যারিয়ার শাকিব খানের। লম্বা সময়ে তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উত্থান-পতনের সাক্ষী। তাকে ঘিরে লগ্নী হয়েছে কোটি কোটি টাকা। মন্দার বাজারে প্রযোজক-পরিচালকের কাছে ‘মানিব্যাক’ গ্যারান্টির নাম এই শাকিব।

গত ২৫ বছরে শত বাঁধা বিপত্তি ডিঙিয়ে এই সুপারস্টার হয়ে উঠেছেন বাংলা সিনেমার একচ্ছত্র সম্রাট! এ কারণে সিনেমা সংশ্লিষ্টদের মতে, পৃথিবীব্যাপী ৩০ কোটি বাঙালির কাছে সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা শাকিব খান। তবে কিছু মানুষ ইদানিং বলে থাকেন, শাকিব কেন ঈদের বাইরে সিনেমা করে নিজেকে প্রমাণ করেন না?

বুধবার সন্ধ্যায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এই ‘রাজকুমার’কে! এতে অনেকেই বিব্রত হলেও শাকিব বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন। তার সেন্স অব হিউমারেও অনেকে পরে মুগ্ধতা জানিয়েছেন।

কী বলেছেন শাকিব? ওই সাংবাদিকের উদ্দেশে শাকিব উত্তরে বলেছেন, ২৫ বছরে ঈদ ছাড়া সারাবছর কতো সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা করতে করতে আমার ২৫ বছর পার হয়ে গেছে। এখন নিজেকে আর প্রমাণ করার কিছু আছে বলে মনে করি না। আমি এখন শুধু কাজ করে যেতে চাই এবং আমার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।

“৯ মাস আমেরিকা থেকে ফেরার পর যারা বিমানবন্দরে আমাকে বরণ করতে লাইন ধরে ফুল নিয়ে অপেক্ষা করছিল, সেইভাবে ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। আমি আমার দেশের জন্য কাজ করে যাচ্ছি। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাই আমার শক্তি। তাদের জন্য এখন আমি সিনেমা করি, বেছে বেছে কম কাজ করি। তাছাড়া কোয়ালিটি সিনেমা না করলে এখন মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে চলে না। সেখানে বিদেশে চলা তো বহু পরের কথা!”

ইন্ডাস্ট্রি হিট ছবি ‘প্রিয়তমা’র নায়ক শাকিব বলেন, ঈদ ছাড়া আগামীতে ‘দরদ’ রিলিজ হবে। আরও একটি সিনেমার আলাপ হয়ে আছে সেটাও ঈদ ছাড়া। যারা বাংলা সিনেমাকে পিছনে ফেলে রাখতে চায়, তারা শুধু দোষ খোঁজে। তারা নিজেরা বেগুণ। তাই গুণটাকে তারা দেখে না। এদের পাত্তা দেবেন না। এইসব বেগুণের কথা না শুনে যে কোনো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন।

‘তুফান’ ছবিতে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে আগে যতোবার আলাপ হয়েছে, আমার মনে হয়েছে উনি শুধু একজন অভিনেতা নন, বাংলা সিনেমার জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ। অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি রুটি রুজির জন্য, কেউ শিল্পের স্বার্থে। কিন্তু শাকিব ভাইয়ের আলাপ করে প্রতিবার মনে হয় তার জনপ্রিয়তাকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে সিনেমাকে পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারে বিস্তৃত করা সম্ভব। আমরা একসঙ্গে কাজ করেছি, চেষ্টা করেছি বাংলা সিনেমাকে এগিয়ে নিতে।

মুক্তির আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। তিনি বলেন, যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব স্যুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে উফ বলতে শুনিনি। এ কারণে শাকিব খান আজ দুই বাংলায় সবার প্রিয় সুপারস্টার হয়ে আছে। একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার অতি প্রিয় শিল্পী।

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসছে নব্বই দশকের চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমা এই ঈদুল আযহায় বাংলাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।

Advertisement