Homeসব খবরজাতীয়২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী।

করোনার প্রকোপ বাড়ায় গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয়নি। তবে এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও দেয়া হয়েছে আগেই। পরীক্ষা নেয়া হবে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের। বাকি বিষয়ের ফল হবে এসএসসি এবং জেএসসির নম্বরের ওপর ভিত্তি করে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশে ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় না করার আহ্বানও জানান তিনি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টির এবং এমসিকিউতে ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শাখায় উত্তর দিতে হবে লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে ৩টির এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টির।

Advertisement