Homeসব খবরক্রিকেট২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ এবং...

২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ এবং দ্বিতীয় স্থানে সাকিব

বর্তমান সময়টা অনেক ভালো যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। বাংলাদেশ টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ।

অন্যদিকে টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও দুর্দান্ত বোলিং করছেন সাকিব আল হাসান। যার কারণে ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা সবার প্রথমে রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও পঞ্চম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

২০২১ সালে বাংলাদেশ ওয়ানডে দলের হয়ে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই বছর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজুর রহমান।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। তুলে নিয়েছেন ৩ উইকেট। ১০ ম্যাচে ৫.০৩ ইকোনমিক রেটে তিনি নিয়েছেন ১৮ টি উইকেট।

বর্তমানে আইসিসি ওয়ানডে বোলার র্র্যাংকিংয়ে ১১ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে বর্তমানে আইসিসি ওয়ানডে বোলার র্র্যাংকিংয়ে ৮ নম্বরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৭ টি উইকেট।

এছাড়াও স্যামসাং স্থানে রয়েছে আরও এক বাংলাদেশি বোলার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে আইসিসি ওয়ানডে বোলার র্র্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা এই স্পিনার ১১ ইনিংসে নিয়েছেন ১৫ টি উইকেট। এছাড়াও ১০ ইনিংসের ১৬ উইকেট নিয়ে তৃতীয় নম্বরে রয়েছেন আয়ারল্যান্ডের ডানহাতি অফ স্পিনার সিমি সিং।

Advertisement