Homeঅন্যান্য১৫ লাখ টাকার ক্যাপ্টেন হ্যাডক বিক্রি হলো যত লাখে

১৫ লাখ টাকার ক্যাপ্টেন হ্যাডক বিক্রি হলো যত লাখে

ছোট বেলায় ক্যাপ্টেন হ্যাডকের নাম নিশ্চয়ই শুনেছেন? এবার টিনটিন সিরিজের সেই বিখ্যাত ক্যাপ্টেন হ্যাডক বাংলাদেশে, তবে গরুর বেশে। কোরবানির জন্য তৈরি করা একটি গরুর নাম দেওয়া হয়েছে ক্যাপ্টেন হ্যাডক্।

প্রয়াস এগ্রোর খামারের দামের দিক থেকে সবচেয়ে বড় গরু এই ক্যাপ্টেন। ব্রাহমা জাতের গরুটির ওজন ৯০০ কেজির কিছু কম। উচ্চতার দিক থেকে ৫ ফুটের একটু বেশি।

আচরণের দিক থেকে অনেকটা টিনটিন সিরিজের সেই ক্যাপ্টেনের মতোই এই গরুটি। দ্রুত উত্তেজিত হওয়া যার অভ্যাস। তবে বাস্তবে ক্যাপ্টেন হ্যাডক টিনটিনকে বিপদে ফেললেও গত দেড় বছরে খামারের কাউকেই বিপদে ফেলেনি বরং খামারের কর্মীদের সাথে বন্ধুর মতই থেকেছে গরুটি।

খামারের অন্য সব গরুর মতই সাধারণ খাবার খায় গরুটি। প্রয়োজন হয় না কোনো বিশেষ যত্নের। গরুটির দাম ১৫ লাখ চাওয়া হলেও সাড়ে ১৩ লাখ টাকায় কোরবানির উদ্দেশে বিক্রি হয়েছে ক্যাপ্টেন হ্যাডক।

আসন্ন ঈদুল আজাহাকে কেন্দ্র করে খামারটিতে প্রস্তুত করা হয়েছে ৫ শতাধিক গরু যার প্রায় সব গুলোই বিক্রি হয়েছে গেছে।

Advertisement