Homeঅন্যান্যহতাশ কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা

হতাশ কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা

এবারের ঈদুল আযহায় কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র একেবারেই আলাদা। সুগন্ধা পয়েন্টে অল্প কিছু পর্যটকের দেখা মিললেও অন্যান্য জায়গা নেই কান ভীড়-ভাট্টা। আশানুরূপ পর্যটক না আসায় হতাশ ব্যবসায়ীরা। প্রতি বছরই ঈদুল ফিতর ও ঈদুল আযহার ছুটিতে প্রথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে থাকে পর্যটকদের উপচে পড়া ভীড়।

কিন্তু এ বছর একদমই ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে, লাবনী পয়েন্টসহ সৈকতের অন্যান্য পয়েন্টে নেই ঈদের আমেজ। হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা এ অবস্থায় খুবই হতাশ। তাদের অনেকে মনে করছেন পদ্মা সেতু হওয়ার কারণে এবারে পর্যটকদের অনেকেই কক্সবাজার না এসে কুয়াকাটা চলে গেছেন। তবে পর্যটকরা বলছেন ভিন্ন কথা, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সব কিছুতে গলাকাটা দাম রাখার কারণে অনেকেই দীর্ঘ এই সমুদ্র সৈকতে অবকাশ যাপনের আগ্রহ হারিয়ে ফেলেছেন।

কক্সবাজার শহরে প্রায় চারশোর মতো হোটেল-মোটেল ও রিসোর্ট রয়েছে, আজ ঈদের দ্বিতীয় দিন পেরিয়ে গেলেও কোন জায়গাতেই পর্যটকদের আশানুরূপ পদচারণা নেই।

Advertisement