Homeসব খবরজেলার খবরস্ট্রবেরি চাষে দুই ভাইয়ের সাফল্য

স্ট্রবেরি চাষে দুই ভাইয়ের সাফল্য

প্রথমবারের মতো দুইভাই ৫৪ শতাংশ জায়গায় স্ট্রবেরি চাষ করে বেশ লাভের মুখ দেখছেন তারা। প্রথমে ইউটিউবএ স্ট্রবেরি চাষ দেখে আগ্রহী হয়ে ওঠার পর স্থানীয় এনজিওর সহায়তায় এ স্ট্রবেরি চাষ করেছেন দুইভাই। সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছে দুই ভাই।

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নএর চন্দ্রকোনা গ্রামের পলিটেকনিক কলেজের ছাত্র ইয়ামিন আলী। ইউটিউব এর মাধ্যমে স্ট্রবেরি চাষ ও লাভের কথা জানতে পারেন। পরে তার বড়ভাই ফারুক হোসেনের সাথে পরামর্শ করে দুই ভাই স্ট্রবরি চাষে আগ্রহী হয়। পরে স্থানীয় একটি এনজিওর কাছে সহায়তা কামনা করেন। এনজিও কর্তৃপক্ষ তাদের উৎসাহ দেখে পরামর্শ ও কারিগরী সহায়তায় এগিয়ে আসেন। পরবর্তীতে দুই ভাই ৫৪ শতাংশ জমিতে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ শুরু করেন। তারা বলছে, ৫৪ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এতে ধান চাষের চেয়ে দ্বিগুণ লাভ হবে বলে জানান। জমিতে বর্তমানে লাল রংয়ের স্ট্রবেরিতে ভরে ওঠছে।

এনজিও কর্মকর্তা বলছেন, পিকেএসপির আর্থিক সহায়তায় স্থানীয় এনডিপি সংস্থা কৃষকের বিভিন্ন ফসল উৎপাদনে কারিগরী সহায়তা প্রদান করে আসছে। তার প্রেক্ষিতেই দুই ভাইকে কারিগরী সহায়তা করা হয়েছে। অন্য কৃষকেরা স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে ওঠলে তাদেরকে সহায়তা করা হবে। প্রথমবারের জমিতে ভাল ফলন হওয়ায় তারা ভালবান হবে।

কৃষি বিভাগ বলছেন, স্ট্রবেরি চাষ খুবই লাভজনক। কৃষকের স্ট্রবরি চাষে আগ্রহী করে তোলা জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামীতে জেলায় স্ট্রবেরি চাষ বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Advertisement