Homeসব খবরক্রিকেট‘সুযোগ এসেছিল, সেগুলো নিতে পারলাম না’

‘সুযোগ এসেছিল, সেগুলো নিতে পারলাম না’

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ম্যাচে জয়ের। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ক্যাচ ছাড়েন শেখ মেহেদি হাসান এবং জিমি নিশামকে জীবন দেন মুশফিকুর রহীম। পঞ্চম উইকেট জুটিতে ব্যাটিং করতে এসেই উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়েছিলেন জিমি নিশাম। কিন্তু ধরতে ব্যর্থ হন মুশফিকুর রহিম। এর পরের ওভারেই ব্যক্তিগত ৫৩ রানের মাথায় মেহেদী হাসানের হাতে ক্যাচ দিয়ে ছিলেন অধিনায়ক টম লাথাম। সুযোগ পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিমি নিশাম এবং টম লাথাম।

তবে ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। এই দুইজনের ৭৬ রানের পার্টনারশিপ ভাঙেন মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজের বলে ৩৪ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিমি নিশাম। কিন্তু অন্য প্রান্ত থেকে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক টম লাথাম। ১১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন টম লাথাম জীবন পাওয়ার পর নিশাম করেন আরও ২৭ রান, লাথামের ব্যাট থেকে আসে ৫২ রান। অর্থাৎ দুইটি ক্যাচ ছাড়া মাশুল দিয়ে বাড়তি ৭৯ রান গুনেছে বাংলাদেশ। এছাড়া পুরো ম্যাচজুড়েই ছিল ফিল্ডিং মিসের মহড়া। সবমিলিয়ে ২৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েও ফিল্ডিংয়ের ব্যর্থতায়ই ৫ উইকেটে হারতে হয়েছে টাইগারদের।

ম্যাচ শেষে নিজের দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনিও বিশ্বাস করেন ম্যাচটি জেতার উচিত ছিল বাংলাদেশের কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় হারতে হয়েছে শেষপর্যন্ত। ফিল্ডারদের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেছেন তামিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছে, আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। বিশেষ করে ক্যাচ ড্রপগুলো… আপনি জানেন, যখন এমন পরিস্থিতি আসে তখন সবকিছু শতভাগ নিখুঁতভাবে করতে হবে। আজকের দিন দেখে হতাশ।’

আজকের খেলায় উন্নতির ছাপ দেখেছেন তামিম, ‘আমার মতে, আজকে আরও ভালো খেলেছি আমরা। তবে আমরা এখানে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি। ক্যাচ ড্রপ হতেই পারে, এটা খুব কষ্ট দেয়। আমরা যদি ক্যাচ দুইটি নিতাম, ম্যাচ ঘুরে যেত। কেউই ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। এটা যে কারও সঙ্গেই হতে পারে। যখন পরের সুযোগ আসবে, আমাদের তা লুফে নিতে হবে।’ এসময় ব্যাটসম্যানদের বাহবা দিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ব্যাটসম্যানরা সত্যিই ভালো করেছে। আজকের উইকেট ভিন্ন ছিল, খানিক ধীরগতির ছিল। এখানে ২৭১ রানের সংগ্রহ বেশ ভালো ছিল। মিঠুন অসাধারণ ছিল, মুশফিকও ভালো করেছে। কিন্তু যখন সুযোগ এলো, সেগুলো নিতে পারলাম না। হতাশাজনক।’

Advertisement