Homeসব খবরক্রিকেটসিরিজ জয়ে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়াদ

সিরিজ জয়ে আশাবাদী মাহমুদুল্লাহ রিয়াদ

ওপেনিং ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের মুন্সিয়ানাতেই জয়টা সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেট দিনের বেলা বোলারদের সাহায্য করলেও, ফ্লাড লাইটে ব্যাটিং বান্ধব থাকায় কিছুটা বেগ পেতে হয়েছে বলে মনে করেন তিনি। তবে সিরিজ জয়ে আশাবাদী অধিনায়ক।

সিরিজের শুরু থেকেই আলোচনায় ছিল ওপেনিং স্লট। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ওপেনাররা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে যেন খেলাটাই ভুলে গিয়েছিল। সৌম্য-নাঈমে তাই আস্থা রাখতে পারেননি টিম ম্যানেজমেন্ট।

কিন্তু, লিটনের অন্তর্ভুক্তিকেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ছোট টার্গেটেও নাস্তানাবুদ হয় টাইগারদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে যেন নিজেদের খুঁজে পেলেন লিটন-নাঈম।

পঞ্চাশোর্ধ্ব জুটিতে আশা দেখালেন সমর্থকদের। যে জুটিতে ভর করে পরে, মাঝারি মানের টার্গেট দাঁড় করাতে পেরেছিল টিম বাংলাদেশ। অধিনায়কের মুখে তাই উচ্ছ্বসিত প্রশংসা দুই সতীর্থের জন্য। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, দুই ওপেনার দুর্দান্ত খেলেছে। আজ তাদের খেলা দেখতে খুব ভালো লাগছিল। তারা ছন্দ ফিরে পেয়েছে। আশা করি ধারাবাহিকতা থাকবে।

অবশেষে, সমালোচনার জবাব দিলো মিরপুরের উইকেট। ব্যাটসম্যানদের জন্য আজ বেশ সাবলীল ছিল শেরে বাংলা। দিনের আলোতে টুকটাক স্পিন ধরলেই, ফ্লাড লাইটে ব্যাটারদের পক্ষেই ছিল তার আচরণ। জয় পেতে তাই ভালোই বেগ পেতে হয়েছে বাংলাদেশকে।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আজ শুরু থেকেই উইকেট আগের চেয়ে ভালো ছিল। দিনের বেলা ব্যাট করাটা তুলনামূলক কঠিন ছিল কারণ স্পিন ধরছিল। ফ্লাড লাইট জ্বলতেই সেটা ব্যাটিং বান্ধব হয়ে যায়। জয়টা আজ বেশ চ্যালেঞ্জিং ছিল।

ব্যাটসম্যানরা রান এনে দিলেও, মূলত ম্যাচটা জিতিয়েছে বোলাররাই। সহজ ম্যাচটা কঠিন করে ফেললেও, শেষ পর্যন্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ায় মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করলেন রিয়াদ।

টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক বলেন, মুস্তাফিজ খুব ভালো বল করেছে। আজ একটু চ্যালেঞ্জ ছিল, সেটা বোলাররা ভালোভাবেই উৎরে গেছে। সিরিজের তিন নম্বর ম্যাচটা জিতেই সিরিজ পকেটে ঢুকাতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি কাপ্তান।

Advertisement