Homeঅন্যান্যসাজেকে শিম চাষে কৃষকের মুখে হাসি

সাজেকে শিম চাষে কৃষকের মুখে হাসি

আগাম রূপবান প্রজাতির শিমের চাষ করছেন সাজেকে শুকনোছড়া গ্রামের চাষিরা। জমিতে বাম্পার ফলন ও বাজারে শিমের ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বর্তমান বাজারে আগাম জাতের শিম ১০০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর কৃষকরা পাইকারদের কাছে ৭০-৮০ টাকা কেজি বিক্রি করছেন। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার শুকনোছড়া গ্রামের চাষ করা হয়েছে আগাম জাতের শিম। শীতকালীন সবজি হলেও বর্তমানে গ্রীষ্মকালেও শিমের ব্যাপক চাষ হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৫হেক্টর জমিতে আগাম জাতের শিমের চাষ হয়েছে। এতে প্রায় ১০/১২জন কৃষক এই জাতের শিম চাষ করছেন। কৃষকের জমি শিমের আবাদে ভরে গেছে। কেউ কেউ শিম তুলে বাজারে বিক্রি করছেন। আবার কেউ শিম তুলছেন। শুকনোছড়া গ্রামের শিমচাষি জীবন চাকমা বলেন, আমি এক বিঘা জমিতে আগাম রূপবান জাতের লাল শিমের চাষ করেছি। শিমের চাষ করতে সার, সেচ, কী’টনাশক, বাঁশের চটি, পরিচর্যা বাবদ ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে দুইবার শিম বিক্রি করেছি। প্রথমবার পাইকারি ৭০ টাকা করে আর দ্বীতিয়বার ৬০ টাকা করে বিক্রি করেছি। তবে খুচরা বাজারে শিম ১০০-১২০ টাকা কেজি বিক্রি করেছেন খুচরা বিক্রেতারা। আগাম জাতের এই শিম ৬ মাস পর্যন্ত তুলে বিক্রি করতে পারবো। এই ৬ মাসে ৫০-৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পরবো। তবে বাজার ভালো থাকলে লাখ টাকাও বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement