Homeসব খবরজেলার খবরসাঙ্গু নদীতে ধরা পড়ল অজগর সাপের মতো মাছ!

সাঙ্গু নদীতে ধরা পড়ল অজগর সাপের মতো মাছ!

বিরল প্রজাতির ‘সেলস মাছ’ ধরা পড়েছে বান্দরবানের সাঙ্গু নদীতে জেলের জালে। মাছটি ধরার পর জেলা সদরের মধ্যমপাড়ার মাছ বাজারে নিয়ে আসলে সেখানে ওজন করে দেখা যায় মাছটি প্রায় ৬ কেজি ওজনের।

বান্দরবানের সাঙ্গু নদীতে স্থানীয় এক জেলের জালে অজগর সাপের মতো দেখতে একটি বিরল প্রজাতির সেলস মাছ ধরা পড়ে। জেলে মাছটি ধরার পর জেলা সদরের মধ্যমপাড়ার মাছ বাজারে নিয়ে আসলে সেখানকার মাছ ব্যবসায়ী ইউনুস মাছটি কিনে নেয়। তারপর ব্যবসায়ী ইউনুস মাছটিকে তার দোকানে তোলেন বিক্রির জন্য।

ব্যবসায়ী ইউনুস বলেন, মাছটি দেখতে অজগর সাপের মতো। স্থানীয় ভাষায় এটিকে সেলস মাছ বলা হয়। তবে অনেকেই আমরা এর আসল নাম জানিনা। আর এই মাছটি সচরাচর ধরাও পড়ে না। প্রতি কেজি মাছ ৫০০ টাকা দর পেলে বিক্রি করে দিব।

Advertisement