Homeসব খবরক্রিকেটসাকিবের সময় আগেই শেষ হয়ে গেছে : শেওয়াগ

সাকিবের সময় আগেই শেষ হয়ে গেছে : শেওয়াগ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র এক ওভার। পাননি উইকেট। ব্যাট হাতে ৪ বলে ৩ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ১৪ বলে আট; তার চাইতেও ভয়াবহ ব্যাপার দলকে বিপদে ফেলে খামখেয়ালিভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসা।

এর আগে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে চার ওভারে ৪৭ রান দিয়ে উইকেটবিহীন থাকার পর, ৩৪ বলে ২৮ রান। আমেরিকার সাথে বাংলাদেশ যে দুইটা ম্যাচ হেরেছে তার দ্বিতীয়টায় চার ওভারে ৩৫ রান দিয়ে উইকেটশূন্য এবং ব্যাট হাতে ২৩ বলে ৩০। প্রথম ম্যাচে ১২ বলে করেন ছয় রান। বল হাতে তিন ওভার করে উইকেটশূন্য। সবমিলিয়ে ব্যাটিংয়ে গড় স্ট্রাইক রেট তো যাচ্ছেতাই, সেই সাথে সবশেষ ৫ ইনিংসে উইকেট মাত্র একটা।

এমন বিবর্ণ সাকিবকে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে দেখতে চান না ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে শেবাগ বলেন, “গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে (সাকিব) আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে লম্বা সময় অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনরিখ নর্কিয়ার বলে পুল করতে গিয়ে আউট হন সাকিব। এই শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসার সমালোচনাও শেবাগের মুখে।

‘অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। এই উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের হাতেই ছিলো বাংলাদেশের নেতৃত্বের আর্মব্যান্ড। তবে সেখানে পাঁচ ইনিংসে মাত্র ৪৪ রান করেন ব্যাটার সাকিব। ২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে রান করেছিলেন ১৩১।

Advertisement