Homeসব খবরক্রিকেটসাকিবের বিশ্রামের কথা ভুলে যান : পাপন

সাকিবের বিশ্রামের কথা ভুলে যান : পাপন

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজও সাকিব আল হাসান খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সাকিবের বিশ্রামের চিন্তা ভুলে যান।

বিষয়টি পরিষ্কার করে বিসিবি বস বলেন, ‘সাকিব দুটি টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলো। একটি দক্ষিণ আফ্রিকা, অন্যটি শ্রীলংকায়। আমি বলেছিলাম শ্রীলংকায় খেলতে হবে। ও রাজি হয়েছিলো। এখন আইপিএল খেলছে না, সুতরাং ওর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে বাধা নেই।’

সাকিবের টেস্ট থেকে ছয় মাসের বিশ্রামের গুঞ্জনে পাপন জানান, ছুটি চেয়েছিলো সাকিব। ওই জায়গা থেকে সরে এসেছে সে। এছাড়া নতুন কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকবে তাঁদের তিন ফরম্যাটে খেলার নিশ্চয়তা দিতে হবে বলেও উল্লেখ করেন বোর্ড সভাপতি। না হলে, চুক্তিতে রাখা হবে না বলে উল্লেখ করেন।

ম্যাচ পরবর্তী এই সংবাদ সম্মেলনে তিনি দল নির্বাচন, নির্বাচক প্যানেল, পেস বোলিং কোচ নিয়েও কথা বলেন। জানান যে, দক্ষিণ আফ্রিকা সফরেও পার্টটাইম পেস বোলিং কোচ রমানা চম্পানায়েকে দায়িত্ব পালন করবেন। এছাড়া মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেলেও টিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement