Homeসব খবরক্রিকেটসাকিবকে নিয়ে আবেগী স্ট্যাটাস শিশিরের

সাকিবকে নিয়ে আবেগী স্ট্যাটাস শিশিরের

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির।রোববার রাত পৌনে আটটায় নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিবের স্ত্রী শিশির লেখেন, জয় বা হার কোন ব্যাপার না, একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি। তিনি আরও লেখেন, তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেক দূর এসেছি কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করুন! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।

বিশ্বকাপ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এই জয়ের পাশাপাশি নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে লাল-সবুজেরা।

তবে বিশ্বকাপের আগে দল ঘোষণার আগ থেকেই সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছে। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দলে সুযোগ হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের।

এদিকে, আইসিসির প্রকাশিত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে তিনে ছিলেন সাকিব। ওই পর্যন্ত বিশ্বকাপে ৩৪ উইকেট পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আফগান বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ৩৭।

Advertisement