Homeসব খবরবিনোদনসস্তা জনপ্রিয়তায় গা ভাসাতে চাই না : টয়া

সস্তা জনপ্রিয়তায় গা ভাসাতে চাই না : টয়া

মুমতাহিনা টয়া। তারকা অভিনেত্রী ও মডেল। আসছে ঈদে বেশ কয়েকটি নাটক, টেলিছবিতে দেখা যাবে তাকে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

ঈদের নাটক, টেলিছবি নিয়ে অনেকে যখন ব্যস্ত, তখন আপনাকে নীরব থাকতে দেখা গেছে, এর কারণ কী?

করোনার জন্য বেশ কিছুদিন কোনো নাটক, টেলিছবিতে অভিনয় করিনি। এরই মধ্যে হাতে বেশ কয়েকটি কাজের প্রস্তাব এসেছে। এগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু কাজ করব।

অভিনয়ের জন্য মুম্বাই থেকে ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ কোর্স করেছেন। অভিনয়ের এই কোর্স আপনাকে কাজের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী করেছে?

‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ ছিল মাত্র ৩০ দিনের একটি কোর্স। এই কোর্স আমাকে অভিনয়ের ভালো-মন্দ নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। বুঝতে শিখেছি, দশটা ভালো কাজের পরও একটা কাজ খারাপ হলে কেন তা নিয়ে সমালোচনার মধ্যে পড়তে হয়। সেজন্য সংখ্যার চেয়ে তাই কাজের মান গুরুত্বপূর্ণ। ফলে এখন আর সস্তা জনপ্রিয়তায় গা ভাসাতে চাই না।

রোজার ঈদে আপনাকে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এগুলোর মধ্যে বেশি সাড়া পেয়েছেন কোন কাজটি নিয়ে?

গেল ঈদে প্রচার হওয়া নাটক ও টেলিছবির মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি টেলিছবি ‘লাবণী’ নিয়ে। মারুফ রেহমানের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেন গোলাম হায়দার কিসলু। যেহেতু এটি সাহিত্য থেকে নির্মিত। তাই নির্মাতা থেকে শুরু করে সবাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আর এটি টেলিছবিতে অভিনয়ের পর বুঝতে পেরেছি, দর্শক সাহিত্যনির্ভর কাজ বেশি পছন্দ করেন।

‘বেঙ্গলি বিউটি’র পর নতুন সিনেমায় দেখা যায়নি…

সিনেমায় অভিনয় নিয়ে আলাদা পরিকল্পনা করিনি। তাই বলে যে সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই তা কিন্তু নয়। ছোট পর্দায় আমি এরই মধ্যে আট বছর কাজ করে ফেলেছি। তাই ছোট পর্দায় এখন যে চ্যালেঞ্জ আসুক না কেন, আমি সহজভাবে নিতে পারি। কিন্তু বড় পর্দায় পথচলা মাত্র শুরু করলাম। বড় পর্দার দর্শক আলাদা। কাজের ধরন আলাদা থাকে। যতই দিন যাবে ততই চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখব। আমার কাছে মনে হয় সিনেমায় এখন যদি ছোট চরিত্রেও অভিনয় করি, তা তৃপ্তি নিয়ে করতে চাই।

আপনার ইউটিউব চ্যানেল নিয়ে বলুন?

ইউটিউব নিয়ে আছে অনেক পরিকল্পনা। তবে ‘টয়া টিউব’-এ প্রফেশনাল কন্টেন্ট আরও বাড়ানোর কথা ভাবছি। সেই সঙ্গে মজার সব ঘটনার ভিডিও ক্লিপ রাখার ইচ্ছা রয়েছে। বড় পরিসরে কাজ করতে চাই। কোরবানির ঈদের জন্য বিশেষ ভিডিও আসছে।

ওয়েবমাধ্যমে কাজ করছেন। নতুন এ মাধ্যমটিকে কীভাবে দেখছেন?

এখন ওটিটির সময়। আগে দর্শক টেলিভিশনে বেশি নাটক দেখতেন। এলো ইউটিউব। আস্তে আস্তে দর্শক ওটিটিতে যাচ্ছে। সব মাধ্যমকে সাধুবাদ জানাই। দর্শক যখন যে মাধ্যম দেখবেন, আমরা সে মাধ্যমে বেশি কাজ করব। ওটিটি আসার পর কাজের মানের পাশাপাশি বাজেটও বেড়েছে।

অবসরে কী করেন?

অনলাইনে প্রচুর প্রোডাক্ট নিয়ে কাজ করি। যেজন্য অবসর পাই না। বাসায় থাকলে কোনো না কোনো প্রোডক্ট প্রমোশনের জন্য ভিডিও বানাতে হয়।

সূত্র: সমকাল।

Advertisement