Homeসব খবরজেলার খবরসরিষা আবাদে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা

সরিষা আবাদে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা

চলতি রবি মৌসুমে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বারি -১৪ ও বারি-১৮ জাতের সরিষা। আগামী মৌসুমে ৫ হাজার হেক্টরে সরিষা আবাদের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কৃষি বিভাগ। লক্ষ্য দেশে ভোজ্যতেলের আমদানিতে লাগাম টানা। কৃষকরা ভোজ্য তেলের অব্যাহত মূল্য বৃদ্ধিতে চট্টগ্রামে সরিষা আবাদে নতুন স্বপ্ন দেখছেন।

চট্টগ্রামে ২ বছর আগে সরিষার আবাদ তেমন ছিল না বললেই চলে। নতুন করে সরিষা আবাদ শুরু করেছেন স্থানীয় কৃষকরা। গত বছর জেলায় আবাদ হয়েছে ২ হাজার ৩৪২ হেক্টর এবং চট্রগ্রাম অঞ্চলে আবাদ হয়েছে ১৩ হাজার ১০৯ হেক্টর জমিতে। তবে এবার নতুন করে সরিষা আবাদ শুরু করেছে স্থানীয় কৃষকরা। জেলার বিভিন্ন স্থানে আবাদ করা হয়েছে বারি- ১৪, বারি-১৮ সরিষা। নতুন জাতের আবাদ গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি সরিষার ফলনও হয়েছে ভালো। কৃষকরা উৎপাদিত সরিষার দানা বিক্রি করেন, আবার নিজেরা তেল উৎপাদন করেন। সরিষার ভালো ফলনে এই মৌসুমে দারুণ লাভের আশা করছেন কৃষকরা।

ইতোমধ্যে সরিষার আবাদ বাড়াতে তিন বছর মেয়াদী বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। সরিষা আবাদে কৃষকদের উৎপাদন কলাকৌশল ও যাবতীয় সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। আগামীতে আরো ব্যাপক চাষ হবে বলেছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সরিষা বপনের শুরু থেকেই নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে কৃষকদের। আগ্রহী কৃষকদের উন্নতমানের বীজ দেওয়ার কথা বললেন কৃষিবিদরা। দেশে বর্তমানে মোট চাহিদার ৭৫ভাগ ভোজ্যতেল বিদেশ থেকে আমদানি করতে হয়। আগামীতে তা কমিয়ে ৫০ ভাগের মধ্যে আনতে চায় সরকার।

Advertisement