Homeসব খবরজাতীয়সংসদে প্রধানমন্ত্রীর সামনে সিট, টেনশনে ব্যারিস্টার সুমন

সংসদে প্রধানমন্ত্রীর সামনে সিট, টেনশনে ব্যারিস্টার সুমন

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই হবিগঞ্জ-৪ আসনের এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বসার সিট বলে পড়েছে বলে জানিয়েছেন তিনি। যে কারণে টেনশন বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘সংসদে আমার সিটটা বিরোধী দলের একেবারে পেছনে পড়েছে। এজন্য কেমন জানি একটা বিরোধী দল বিরোধী দল ভাব চলে আসছে। যদিও আমি তো আওয়ামী লীগেরই প্রডাক্ট। কিন্তু বিরোধী দলের একটা ভাব আসছে।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনেই পড়ছে আমার সিটটা। আমি যা করি উনি সবই দেখতে পারবেন। যার কারণে একটা টেনশন বেড়ে গেল। প্রস্তুতি দ্বিগুণ নিতে হবে। কারণ, প্রধানমন্ত্রীর পেছনে সিট হলে উনি পেছনে অনেক কিছু দেখতে পেতেন না। আমি ফাঁকি দিতে পারতাম। কিন্তু এখন আমার ফাঁকি দেওয়ার সুযোগ একদমই কম।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, ‘কোনো ঝামেলা নেই। অসংখ্য লোকজন আছেন যারা আমাদের দেখিয়ে দিচ্ছেন। তবে সংসদে অলিগলি চেনার চেয়ে দেশের স্বার্থে সংসদকে কাজে লাগানোর যে সুযোগ আছে এগুলো চেনা বেশি জরুরি।’

Advertisement