Homeসব খবরবিনোদন‘শনিবার বিকেল’ মুক্তি পাক, সোস্যাল মিডিয়া উত্তাল

‘শনিবার বিকেল’ মুক্তি পাক, সোস্যাল মিডিয়া উত্তাল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘শনিবার বিকেল’ বা স্যাটারডে আফটারনুন সিনেমা তিন বছর ধরে আটকে আছে সেন্সর বোর্ডের আপিল বিভাগে।এ নিয়ে নিজের ক’ষ্ট, হতাশা এবং আট’কে থাকার কারণ জানতে চেয়ে কয়েক দিন ধরে ফেসবুকে লিখছেন ফারুকী। মঙ্গলবার তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।

ফেসবুকে তারা শনিবার বিকেল সিনেমা পোস্টার শেয়ার করে নানা বাক্যে সিনেমাটির মুক্তির আবেদন করেছেন। বাক্যের ভিন্নতা থাকলেও সবার ট্যাগ লাইন ‘শনিবার বিকেল মুক্তি পাক’। ‘হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন ‘শনিবার বিকেল’র পোস্টার শেয়ার করে কবীর সুমনের গানের দুই লাইন নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আঁক ফুল আঁক প্রজাপতি… এঁকো না কখনো স্বদেশের মুখ, তোবরানো গাল ভেঙ্গে যাওয়া মুখ!! শনিবার বিকেল মুক্তি পাক।’

নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘চলচ্চিত্র কারাগারের তালা খুলে যাক, ‘শনিবার বিকেল’ মুক্তি পাক।’ নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘শনিবার বিকেল সিনেমার সেন্সর ছাড়পত্র দেয়া হোক’। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লিখেছেন, ‘শনিবার বিকেল মুক্তি পাক’।

শনিবার বিকেল সিনেমার পোস্টার শেয়ার করে ‘শনিবার বিকেল মুক্তি পাক’ আরও লিখেছেন সংগীতশিল্পী ইমন চৌধুরী, লুৎফর হাসান, অভিনেতা খায়রুল বাসার, মোস্তফা মনোয়ার, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ। এ তালিকায় আরও আছেন নির্মাতা গোলাম কিবরীয়া ফারুকী, শঙ্খ দাসগুপ্ত, কাজল আরেফিন অমি, দিলশাদুল হক শিমুল, ইমরাউল রাফাত। তরুণ নির্মাতাদের মধ্যে কে এম কনক, ফাহাদ খানও ফেসবুকে পোস্ট করে সিনেমাটি মুক্তির দাবি জানিয়েছেন।

সেন্সর বোর্ডে জমা দিয়ে সেন্সর না পেলে আপিল করেন শনিবার বিকেল সিনেমা প্রযোজক। সাড়ে তিন বছর হয়ে গেলেও সেন্সর বোর্ডের আপিল বিভাগ সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি এবং কেন আটকে আছে সিনেমাটি, তাও জানায়নি।

জানা যায়, গুলশানের হ’লি আ’র্টিজান বেকারিতে ঘটা ভ’য়াবহ স’ন্ত্রা’সী হা’মলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। দেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার বিকেল প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।

Advertisement