Home অন্যান্য লটকন চাষে জাকারিয়ার বাজিমাত

লটকন চাষে জাকারিয়ার বাজিমাত

সংগৃহীত ছবি

লটকন চাষের মাধ্যমে ব্যাপক সফলতার পাশাপাশি বাজিমাত করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী গ্রামের চাষি ডা. আবুল অফা জাকারিয়া। বিগত ৭ বছর ধরে লটকনের চাষ করছেন। চলতি বছর বামপার ফলনের পাশাপাশি বাজারে ভালও দামও পাচ্ছেন তিনি।

জানা যায়, গত সাত বছর আগে স্বল্প পরিসরে শুরু করেন লটকনের চাষাবাদ। এ পর্যন্ত তিনি ৩ বার ফলন পেয়েছেন। চার বছরের মাথায় ৫০০ কেজি লটকন উৎপাদন হয়। পরের বছর ৭০০ কেজি এবং চলতি বছর ১ হাজার কেজি ফলনের স্বপ্ন দেখছেন।

জাকারিয়া জানান, আগে এই জমিতে লেবু চাষ করতেন। ফলন ভাল হলেও বাজারদর ভাল না পাওয়ায় একই জমিতে শুরু করেন লটকনের চাষ। নরসিংদী এলাকা থেকে লটকনের চারা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে আমার দেখাদেখি এলাকার অনেকেই লটকন চাষ শুরু করেছেন।

তিনি আরও বলেন, লটকন চাষে খুব একটা খরচ হয় না। ইতোমধ্যে একটি গাছ থেকে ২০ কেজি লটকন নামিয়ে ২ হাজার টাকায় বিক্রি করি। আরও ১৫ দিন লটকন পাকা পুরোদমে শুরু হবে। আশা করছি এ বছর এক হাজার কেজি লটকন বিক্রি করতে পারব।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বলেন, শ্রীপুর লটকন চাষের জন্য উপযোগী। শ্রীপুরে এবার ৮ একর জমিতে লটকনের চাষ হয়েছে। শ্রীপুরের কৃষকদের আমরা পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে লটকন চাষে উদ্বুদ্ধ করে থাকি। কলমের মাধ্যমে চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করে থাকি। লটকন সুস্বাদু ফল হওয়ায় এটি সবাই চাষ করুক এমনটাই চাই।