Homeসব খবরজেলার খবররাজধানীর হাটগুলোয় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

রাজধানীর হাটগুলোয় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

রাজধানীতে আজ শুক্রবার থেকে জমে উঠেছে পশুর হাট। শেষ সময়ে পছন্দের গরু কিনতে বাজার চষে বেড়াচ্ছেন ক্রেতারা। আর লাভ লসের হিসাব মেলাতে দর কষাকষিতে ব্যস্ত বিক্রেতারা।

রাজধানীর বনশ্রীর মেরাদীয়া হাটে জুমার নামাজের পরেই বাড়তে থাকে ভিড়। এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পশুতে পরিপূর্ণ হাট।

তবে হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। ৮০ হাজার থেকে শুরু করে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যের গুরু বিক্রি হচ্ছে পুরোদমে।

তবে বড় গরুর চাহিদা তুলনামূলক কম তাই বিপাকে খামারিরা। তারা বলছেন, অধিকাংশ জায়ান্ট পশুগুলো এখনোও অবিকৃত। ১৫ লাখ টাকার গরুর দাম উঠছে মাত্র ৭ লাখ আর ১০ লাখেরটা বলছে ৪ লাখ। তবে শেষ সময়ে এসব গরুও ন্যায্যমূল্যে বিক্রি হবে বলে আশা বিক্রেতাদের।

Advertisement