Homeঅন্যান্যরাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমনের চারা রোপণ!

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমনের চারা রোপণ!

ঈশ্বরদীতে আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমনের চারা রোপণ করছেন চাষিরা। এই পদ্ধতিতে কম খরচের পাশাপাশি একদিকে ফলন বাড়বে এবং সময় লাগবে কম।

চাষি কবির বলেন, ট্রান্সপ্লান্টার যান্ত্রিকীকরণ পদ্ধতিতে ধানের চারা রোপণ করার কোনো ধারণা ছিল না। কৃষি কর্মকর্তার পরামর্শে ও সহায়তায় আমি এ বছর প্রথমবারের মত ২ বিঘা জমিতে ধানের চারা রোপণ করছি। আগে ২ বিঘা জমিতে শ্রমিক দিয়ে ধানের চারা রোপন করতে প্রায় ৫ হাজার টাকা খরচ হতো। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাত্র ১৬০০ টাকা খরচ হয়েছে। শুধুমাত্র রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের তেল, চালকের মজুরি ও মেশিন আনা-নেওয়ার খরচ আমাদের দিতে হয়। মেশিনের ভাড়া বাবদ খরচ দিতে হয় না। উপজেলা কৃষি অফিস এই মেশিন বিনা ভাড়ায় দিচ্ছে। মূলাডুলির ৮ নং ওয়ার্ড মেম্বার তারা মালিথা বলেন, আগে ১ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে ৪ জন শ্রমিক লাগতো, ৩ বিঘা জমিতে ধানের চারা রোপন করতে ৩ দিন লাগতো। এখন মেশিনে মাত্র ৩ ঘন্টায় ৩ বিঘা চারা রোপন করতে পারছি।

মুলাডুলির কৃষি উপ-সহকারী কর্মকর্তা আলিউজ্জামান বলেন, রাইস প্লান্টার যন্ত্রের সাহায্যে মাত্র ৪৫ থেকে ৬০ মিনিটে ১ বিঘা জমিতে চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে ১ বিঘা জমিতে ধান গাছের চারা রোপণ করতে কমপক্ষে ৪ থেকে ৫ জন শ্রমিকের দরকার হতো। সময় লাগতো সারাদিন। শ্রমিকের মজুরি গুনতে হতো বেশি।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকরা লাভবান হতে পারছে না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান আবাদে যাতে কৃষকরা উৎসাহ হারিয়ে না ফেলেন, সেজন্য বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছেন। ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস প্লান্টার যন্ত্র ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষির আধুনিক কৃষি যন্ত্র সরবরাহ করছেন।

Advertisement