Homeসব খবরজেলার খবরযৌতুক না নিয়ে শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিলেন জামাই

যৌতুক না নিয়ে শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিলেন জামাই

দিনাজপুরের বীরগঞ্জে শুধুমাত্র বিনা যৌতুকে বিয়ে নয়, রীতিমতো শ্বশুরকে মোটরসাইকেল উপহার দিয়ে তাক লাগালেন জামাই সাবিত হাসান।

জানা গেছে, সাবিত হাসান পেশায় একজন ফ্রিল্যান্সার। তার ইচ্ছা ছিল বিনা যৌতুকে বিয়ে করবেন। শুধু তাই নয় উলটো শ্বশুরকে উপহার দিবেন মোটরসাইকেল। যে কথা সেই কাজ বিয়ে হয়েছে প্রায় দুমাস আগে। এ সময় তার শ্বশুরকে কথা দিয়েছিলেন একটি মোটরসাইকেল উপহার দেবেন। তার ইচ্ছামতো লাখ টাকার একটি মোটরসাইকেল সম্প্রতি উপহার দিলেন শ্বশুর আলী হোসেনকে। সাবিতের শ্বশুরবাড়ি ঠাকুরগাঁও জেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে।

এ বিষয়ে জামাই সাবিত হাসান জানান, বর্তমান সমাজে যৌতুক ও খুশি করে দেওয়া উপহার যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। সেই যৌতুক প্রথা ভাঙতেই তার এই মহৎ উদ্যোগ।

শশুর আলী হোসেন জানান, তার মনের মতো জামাই নয়, যেন ছেলে পেয়েছেন তিনি।

Advertisement