Homeসব খবরক্রিকেটযত বড় প্রতিপক্ষই হোক, সবসময় জেতার জন্য মাঠে নামি...

যত বড় প্রতিপক্ষই হোক, সবসময় জেতার জন্য মাঠে নামি : মুমিনুল

আজ পাকিস্তানের বিপক্ষে সাগরিকায় প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মুশফিক ছাড়া অন্য সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের জন্যই বাংলাদেশ খেলবে জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশের ব্যাটিং দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নিয়েও আশাবাদী মুমিনুল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিপক্ষে সাহস নিয়ে খেলার প্রশ্নে মুমিনুল বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে কতটা চেনেন? আপনার কি মনে হয় আমি আশাবাদী অধিনায়ক না? যে দলের বিপক্ষেই খেলি, যত বড় প্রতিপক্ষই হোক, সবসময় জেতার জন্য নামি। কেউই ম্যাচ হারার জন্য নামে না।’

মুমিনুল স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ফলাফল বের করে আনার জন্যই খেলবে তার দল। এমনকি টেস্টে দলের অবস্থান কোথায় হবে তা-ও এই সিরিজ দিয়ে বোঝা যেতে পারে- অভিমত মুমিনুলের। তিনি বলেন, ‘ফলাফল তো শুধু আমি না, এটা আপনারাও চান। সবাই-ই তো ফলাফল চায়। আপনি টেস্ট খেললে দূরদর্শী চিন্তা করতে হবে। আস্তে আস্তে এগোতে হবে। আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। এই সিরিজ বা পরের সিরিজে আপনারা বুঝতে পারবেন। আমাদের টেস্ট ক্রিকেট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারবেন।’

জয়ের জন্য মুমিনুল অবশ্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করার ওপর গুরুত্বারোপ করেছেন, ‘কোনো ফরম্যাটেই এক বিভাগে ভালো করে জিততে পারবেন না। দল তখনই ভালো করে যখন তিন বিভাগই ভালো করে। তিন বিভাগে ভালো করলে ম্যাচ জিতব। আমার মনে হয় ব্যাটিং দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারি।’

তাই বলে বোলিংয়ে অধিনায়কের ভরসা কম, এমনটি মোটেও নয়। তিনি বলেন, ‘আমাদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য অবশ্যই আছে। রাহী, এবাদত, খালেদ, নতুন যে এসেছে রাজা, তাইজুল, মিরাজ, নাঈম- ওরা ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে।’

পাকিস্তান বাংলাদেশকে হালকাভাবে নিলেও বাংলাদেশ এ নিয়ে ভাবতে নারাজ। মুমিনুল আরও বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, প্রতি ঘণ্টায় ঘণ্টায় মোমেন্টাম বদলে যেতে পারে। চার দিনে বারো সেশন আপনি জিতলেও পঞ্চম দিনের তিন সেশনে ফলাফল পক্ষে নাও আসতে পারে। যে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে। আমি আমার দল নিয়ে আশাবাদী। ওরা কী বলল না বলল এসব নিয়ে এত ভাবছি না।’

Advertisement