Homeসব খবরক্রিকেটযখন আমার সময় আসবে তখন আমি বড় স্কোরই করবো...

যখন আমার সময় আসবে তখন আমি বড় স্কোরই করবো : তামিম

অনেক দিন ধরে ক্রিকেট থেকে বাইরে ছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে আবারো মাঠে ফিরেছেন তিনি। মাঠে ফিরে ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন তামিম ইকবাল। বিপিএলে একটি সেঞ্চুরিসহ বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।

তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি তামিম ইকবাল। এমনকি আফগানিস্তানের তরুণ ফাস্ট বোলার ফজল হক ফারুকির বলেই তিন-তিনবার দৃষ্টিকটুভাবে আউট হয়ে সমালোচিত হয়েছেন তিনি। তবে সেটি নিয়ে মোটেও চিন্তিত নন তামিম ইকবাল।

খারাপ সময়ে চাপ অনুভব করার চেয়ে তিনি নিজের ভাল সময়ের কথা ভেবে গর্ববোধ করেন। তামিম বলেন, “নিজের ব্যাটিং নিয়ে গর্বিত আমি। যখন আমি রান করি না তখন খারাপ অনুভব করি। মানুষ কী বলছে না বলছে, সেটা নিয়ে আলোচনা হবেই। ব্যক্তিগতভাবে আমি অনেকটা সময় হতাশ হই।”

তামিম আরও যোগ করেন, “আমি সব সময় একটা কথা বলি। কেউ তিন, চার বা পাঁচ ইনিংসে রান না করলেই সে অফ ফর্মে চলে যায় না। আবার কেউ যদি ১০ ইনিংসের পর এক ইনিংসে ভালো খেলে সে ফর্মে এসে যায় না। এটার জন্য সময় দিতে হয়।”

নিজের ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি রানের চাকা সচল রাখা নিয়ে তামিমের শেষ কথা হলো, “আমি এতোটুকু বলতে পারি, আমি প্রক্রিয়াগুলো অনুসরণ করবো, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। যখন রান আসবে তখন আসবেই। যখন আসবে না তখন আমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ আমি জানি, যখন আমার সময় আসবে তখন আমি বড় স্কোরই করবো।”

Advertisement