Homeফুটবলম্যারাডোনার করা যে দুটি গোল আজও অবিশ্বাস্য!

ম্যারাডোনার করা যে দুটি গোল আজও অবিশ্বাস্য!

যদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত দুটো গোল সম্পর্কে জানতে চাওয়া হয় তবে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’র নাম আসবেই। বিস্ময়ের ব্যাপার হলো একই ম্যাচে দুটি গোল হয়েছিলো ৪ মিনিটের ব্যবধানে। আর সেই বিস্ময়ের স্রষ্টা ফুটবল বিশ্বের ইতিহাসে জনপ্রিয় নাম- ডিয়াগো ম্যারাডোনা।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ‘চিরশত্রু’ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেন তিনি। ম্যাচের ৫১ মিনিটে রেফারিকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে ঠেলেছিলেন এই আর্জেন্টাইন তারকা।

এই গোলটি হয়তো ইতিহাসে কলঙ্কিত হয়েই থাকতো। কিন্তু চার মিনিট পরেই যে অবিশ্বাস্য গোল তিনি করে দেখালেন, তাতে সব মিলিয়ে পুরো গল্পটা হয়ে উঠলো ফুটবলীয়-পুরাণের অংশ।

ছয় ইংলিশ ফুটবলারকে কাটিয়ে মাঝমাঠেরও ভেতর থেকে একাই বল টেনে নিয়ে গোল করেন ম্যারাডোনা। সৃষ্টি করেন ইতিহাসে! আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে খেলে ৩৪টি গোল করেছিলেন ম্যারাডোনা।

১৯৮৬ আসরে প্রতিপক্ষের গোলপোস্টে আর্জেন্টিনার নেওয়া ১০১ শটের ৫৬ শতাংশে যুক্ত ছিল ম্যারাডোনার নাম। তিনি নিজে নিয়েছিলেন ৩০টি শট। চূড়ান্ত পাস দিয়েছিলেন ২৭ বার।

১৯৮৬ আসরে সবচেয়ে বেশি ৫৩টি ড্রিবল সম্পন্ন করেছিলেন ম্যারাডোনা। অর্থাৎ প্রতি ম্যাচে প্রায় আটবার প্রতিপক্ষকে এড়িয়ে এগিয়ে যেতেন তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোল করার সময় একটানে ড্রিবল করেছিলেন ৪টি।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যুগ যুগ ধরে ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এই ফুটবলের জাদুকর।

Advertisement