Homeসব খবরক্রিকেটম্যাচ সেরা হয়ে যা বললেন সাকিব

ম্যাচ সেরা হয়ে যা বললেন সাকিব

দুই দলের জন্যই ছিল মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সুপার এইট খেলতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। এমন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। ৪৬ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরাও।

তার ব্যাটিংয়ের সঙ্গে বোলারদের নৈপুণ্যে ২৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের ফলে সুপার এইটের পথে আরো একধাপ এগিয়ে গেছে টাইগাররা। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে নানা বিষয়ে কথা বলেছেন সাকিব।

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। জবাবে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টপ চার থেকে পুরো ইনিংসজুড়ে কারো ব্যাটিং করা জরুরি ছিলো। দলের হয়ে ভূমিকা রাখতে পারায় খুশি। শুরুতে ব্যাট করার জন্য উইকেট বেশ কঠিন ছিলো। জয়ের জন্য আমাদের সংগ্রহটা চ্যালেঞ্জিং ছিলো।’

তিনি আরো বলেন, ‘এই ভেন্যুতে গত ৪-৫ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ফলে এখানে কত রান নিরাপদ তা জানা ছিলো না। বিশ্বকাপের ম্যাচে ১৬০ রান তাড়া করা সবসময়ই কঠিন। নেদারল্যান্ডসও দারুণ শুরু পেয়েছিলো। তবে আমাদের বোলাররা দারুণ করেছে।’

Advertisement