Homeসব খবরজেলার খবরমৌসুম শেষেও বেচাকেনায় জমজমাট কানসাটের আমের বাজার!

মৌসুম শেষেও বেচাকেনায় জমজমাট কানসাটের আমের বাজার!

প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার আম। দাম পেয়ে খুশি আমচাষিরা। আমের মৌসুম শেষ হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজারে এখন আশ্বিনা জাতের আমের দাপট চলছে। ক্রেতা-বিক্রেতাদের দরদামের হাঁকডাকে মুখর বাজার।

দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আম চাষিরা বড় বড় ডালি ও প্লাস্টিকের ক্যারেটে বোঝাই কনসাটে আম নিয়ে আসছে। প্যাকেটের আম বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা মণ দরে। আর সবুজ আমের দাম ৮ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকার মধ্যে। তাছাড়া গৌড়মতি আম কিনেছেন ১৬ হাজার ও কার্টিমন আম কিনেছেন ১২ হাজার টাকা মণ দরে।

আমচাষিরা বলেন, বর্ষায় বেশি বৃষ্টিপাতে আম পেকে যায় তাড়াতাড়ি ও পোকামাকড়ের আক্রমণও বেশি হয়। কিন্তু এবার বৃষ্টিপাত কম থাকায় আম ভালো আছে। কানসাট থেকে এই সময়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক করে আম বাইরে যাচ্ছে। যার বাজারমূল্য ৩ কোটি থেকে ৪ কোটি টাকা।

আমবাজারের ইজারাদার মো. আসাদুজ্জামান বলেন, রোববার প্রায় দেড় হাজার মণ আম বাজারে নামছে। কোনো দিন কিছু বেশিও নামে। এ আমের বাজারমূল্য এক কোটি টাকার মতো। বাজারে আমের এমন সরবরাহ ১৫ থেকে ২০ দিন পর্যন্ত থাকবে বলে আশা করা যায়।

শিবগঞ্জ ম্যাঙ্গো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক শামীম খান বলেন, বাজারে যে পরিমাণ আম নেমেছে, এর থেকে বেশির ভাগ; অর্থাৎ দেড়গুণ আম বিভিন্ন বাগান থেকে সরাসরি বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০ ট্রাক বোঝাই আম কানসাট থেকে চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় যাচ্ছে।

Advertisement