Homeফুটবল‘মেসি ম্যাচের বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান’

‘মেসি ম্যাচের বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান’

ইতোমধ্যে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ইন্টার মায়ামিকে একটি শিরোপা পাইয়ে দিয়েছেন, ভাগ্যে থাকলে হাতে উঠতে পারে আরেকটি শিরোপাও। তার জন্য অপেক্ষা করতে হবে ২৭ আগস্ট পর্যন্ত। এক মাস হয়ে গেছে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন তিনি।

গত এক মাসে মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী মেসি। ইতোমধ্যে ক্লাবের হয়ে এই ৮ ম্যাচে ১০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। তাই তো বিশ্বের সেরা এই খেলোয়াড়কে সবসময় দলের হয়ে পেতে চাইবেন মায়ামি বস। কিন্তু বয়স ৩৬ ছাড়ানো এই ফুটবলার যাতে কোনো বড় ইনজুরিতে না পড়েন তাই তাকে বিশ্রাম দেয়ার কথা বলছেন অনেকেই।

মায়ামিকে ইউএস ওপেন কাপের ফাইনালে তোলার পর মেসির বিশ্রাম নিয়ে কথা বলেছিলেন কোচ টাটা মার্টিনো। পরবর্তী ম্যাচগুলোতে সঠিকভাবে বিশ্রাম নিশ্চিত করে আর্জেন্টাইন তারকাকে ব্যবহারের করার কথাও বলেন তিনি। তবে মেসির জন্য আলাদাভাবে বিশ্রামের কোনো প্রয়োজন দেখছেন না সাবেক মার্কিন ফুটবলার অ্যালেক্সি লালাস। এর কারণও ব্যাখ্যা করেছেন এ ফুটবলার।

মার্টিনোর মন্তব্যের প্রেক্ষিতে এলএ গ্যালাক্সির সাবেক ফুটবলার লালাস বলেন, ‘কাজের চাপ মোকাবিলার জন্য? মেসি কিন্তু ম্যাচের বেশির ভাগ সময় হাঁটে।’ পরে আরেকজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতটা নিরাপত্তহীনতায় ভুগবেন না। যতক্ষণ পর্যন্ত সুযোগ থাকে, মেসি ততক্ষণ পর্যন্ত হাঁটে।’

তবে মায়ামিতে মেসির খেলা দেখে বেশ রোমাঞ্চিত লালাস বলেন, মেসির মায়ামি ট্রেন চলছেই থাকে। আট ম্যাচ, ১০ গোল, অপরাজিত এবং তার দলকে একটি ট্রফি এনে দিয়েছেন এবং দুইটি ফাইনালে নিয়ে গেছেন। আপনি যদি এতে আনন্দ খুঁজে না পান বা এখানে বাজে কিছু খুঁজে পান তাহলে আপনাকে সাহায্য চাইতে হবে।

স্থানীয় সময় আগামীকাল শনিবার (২৬ আগস্ট) রাতে রেডবুল অ্যারেনায় নিউইয়র্ক রেডবুলসের মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপ ও ইউএস ওপেন কাপে খেললেও মেজর সকার লিগে সেই ম্যাচই হতে পারে মেসির প্রথম উপস্থিতি। এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ১৫তম স্থানে এবং প্লে অফের জায়গা থেকে ১৩ পয়েন্ট দূরে রয়েছে মায়ামি।

সূত্র: গোলডটকম, ডেইলি মেইল

Advertisement