Homeফুটবলমেসির মহানুভবতা, ট্রফি জয়ের পর জিতলেন হৃদয়ও

মেসির মহানুভবতা, ট্রফি জয়ের পর জিতলেন হৃদয়ও

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। নাসভিলকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মায়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।

সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯টি গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট। ফাইনালের মঞ্চেও তিনিই মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন।

মেসি দেখিয়েছেন, কেন তিনি সবার পছন্দের খেলোয়াড়দের একজন। নিয়ম অনুযায়ী, লিগস কাপের শিরোপা আনতে যাওয়ার কথা মায়ামি অধিনায়ক মেসির। তবে মেসি সঙ্গে নিয়ে গেলেন মায়ামির সাবেক অধিনায়ক ডেআন্দ্রে ইয়েডলিনকে। এর আগে ৩০ বছর বয়সী মার্কিন ডিফেন্ডারকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা পরিয়ে দিলেন মেসি। আর্জেন্টাইন তারকা মায়ামির সাবেক অধিনায়ককে দিয়েই গ্রহণ করালেন ট্রফি। বিশ্বকাপজয়ী এই তারকার এমন আচরণে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

এমএলএসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ট্রফি আনার আগে ইয়েডলিনের কাছে যান মেসি। নিজের বাহু থেকে নেতৃত্বের ব্যান্ড খুলে ইয়েডলিনকে পরার অনুরোধ করেন। সেসময় ইয়েডলিন বারবার বলছিলেন, ‘না, না।’ মেসি কিছু না শুনে তার হাতে আর্মব্যান্ডটি পরিয়ে দেন।

এদিকে, ইন্টার মিয়ামিতে এসেই মেসি পেয়েছেন দলটির অধিনায়কের দায়িত্ব। টুর্নামেন্টজুড়েই তার বাহুতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। তবে মিয়ামি শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে মেসি একা যাননি।ট্রফি গ্রহণ করতে যাওয়ার আগে খুঁজে বের করলেন দিয়ান্দ্রে ইয়েদলিনকে, যিনি মেসি আসার আগে মিয়ামির অধিনায়ক ছিলেন। মেসি এগিয়ে এসে অধিনায়কের আর্মব্যান্ডটা পরিয়ে দিলেন সাবেক অধিনায়কের হাতে। ইয়েদলিনকে মেসি বলেন, মিয়ামির প্রথম শিরোপাটা তুলে ধরতে।

মেসির এমন আচরণে মুগ্ধ ইয়েদলিন ট্রফি নিয়ে দলের কাছে আসেন, মেসি আসেন তার পেছন পেছন। এরপর সবাই মিলে ট্রফি নিয়ে মাতেন উদযাপনে। মেসির এমন আচরণে মুগ্ধ নেটিজেনরাও। ওই মুহূর্তের ভিডিও ক্লিপটি এরই মধ্যে হয়েছে ভাইরাল।

Advertisement