Homeফুটবলমেসিকে ছাড়াই দুর্দান্ত জয় মিয়ামির

মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় মিয়ামির

টানা হারতে থাকা দলটি মেসি যোগ দেয়ার পর কোনো ম্যাচ হারেনি। এবার মেসিকে ছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে টাটা মার্টিনোর দল। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাই খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। তাকে ছাড়াই মেজর লিগ সকারে খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো ক্যাম্পানা অন্য গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস।

আন্তর্জাতিক বিরতির জন্য মিয়ামির হয়ে নিয়মিত খেলা ৮ জন জাতীয় দলে খেলতে চলে গেছেন। যে কারণে তুলনামূলক কম শক্তির দল নিয়ে নামে মিয়ামি। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে টাটা মার্টিনোর দল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান ক্যাম্পানা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে ২-১তে এগিয়ে দেন ইকুয়েডর ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে সার্জিও বুসকেটসের থেকে বল পেয়ে জালে জড়ান মেসির স্বদেশী ফাকুন্দো। তাতে ৩-১ গোলে এগিয়ে গেলে ৭৮ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে অ্যালান পুলিদো গোল করে উত্তেজনা বাড়ান। শেষপর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে মিয়ামি।

মিয়ামি এই জয়ে টানা ১২ ম্যাচে হারের মুখ দেখেনি। এরমধ্যে অবশ্য গোলশূন্য ড্র আছে একটি। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামি জার্সিতে ৩৬ বর্ষী মেসির অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে দলটি।

Advertisement