Homeসব খবরক্রিকেটমুশফিকের এমন অবসর আমাদের কষ্ট দেয় : পাপন

মুশফিকের এমন অবসর আমাদের কষ্ট দেয় : পাপন

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মুশফিকের অবদান বাংলাদেশ ক্রিকেটে অস্বীকার করার কোন সুযোগ নেই। মুশফিকের এমন অবসর আমরা চাইনি। আমাদের খুবই খারাপ লেগেছে। মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান, শেষদিন পর্যন্ত বলে যাচ্ছি।

পাপন বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করলে দেখা যায় পরবর্তী বিশ্বকাপে অনেককে পাব না। এভাবে হয়তো তৈরি করতে চাচ্ছে নতুন কাউকে। সেটা এখনই বলা মুশকিল। সেক্ষেত্রে খেলোয়াড়রা নিজেরা ঘোষণা না করে যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা সম্মানের সাথে তাদের বিদায় দেওয়ার চেষ্টা করব সেটা যে ফরম্যাটেরই হোক।

এদিকে মাহমুদউল্লাহর জায়গা অন্য কাউকে ভাবছে কি না বোর্ড এমন প্রসঙ্গে পাপন বলেন, এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। যদি ও অবসর নিতে চায়, কিংবা রিয়াদকে যদি স্কোয়াডে জায়গা দিতে না পারি তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত মিনিমাম। এটুকু সম্মান তো করাই উচিত। কারণ রিয়াদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে সে আমাদের।

Advertisement