Homeসব খবরবিনোদনমাল্টিপ্লেক্সে হাউজফুল ‘রাজকুমার’

মাল্টিপ্লেক্সে হাউজফুল ‘রাজকুমার’

ঈদ উপলক্ষে সারাদেশে মহাসমারোহে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’। মুক্তির প্রথমদিনে মাল্টিপ্লেক্সে রাজকুমারের সব শো হাউজফুল হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টজন। মাল্টিপ্লেক্সগুলোতে দায়িত্বরত একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, যারা আগে অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারা প্রথমদিন ‘রাজকুমার’ দেখার সুযোগ পেয়েছেন। তবে অনেক দর্শক সরাসরি এসে ‘রাজকুমার’ এর টিকিট না পেয়ে অন্য ছবি দেখেছেন।

মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও খোঁজ নিলে জানা যায়, ঈদের দিন একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে শাকিবের রাজকুমার। ঢাকার মধুমিতা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, চট্টগ্রাম সদর, দিনাজপুরের হল মালিকদের সঙ্গে আলাপ করলে তারা জানান, প্রথমদিনে দর্শকদের আশানুরূপ সাড়া পেয়েছেন। সেইসাথে শো হাউজফুল গেছে।

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হলে একটি ভিডিওতে দেখা যায়, বিকেলের শোতে রাজকুমার দেখতে সবচেয়ে বেশি ভিড়। এমনকি হুড়োহুড়িতে সিনেমা হল স্টাফদের সঙ্গে দর্শকদের টিকিট নিয়ে টানাহেঁচড়ার ঘটনাও ঘটেছে। একাধিক দর্শক অভিযোগ করেছেন, দর্শকের উপস্থিত বেশি হওয়ায় ব্ল্যাকে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করা হচ্ছে।

মধুমিতা হলের কর্ণধার ইফতেখার নওশাদ জানিয়েছেন, তার হলে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়নি। যারা লেটে এসেছেন তাদের কেউ কেউ টিকিট না পেয়ে এমন অভিযোগ করতে পারেন।

তিনি বলেন, তিন মাস পর মধুমিতা খুললাম। প্রথমদিনের রেসপন্স আলহামদুলিল্লাহ। অডিয়েন্স রেসপন্সে মনে হচ্ছে এই ছবি হিট হয়ে যাবে। দুদিনের মধ্যে ফ্যামিলি অডিয়ান্স আসা শুরু হবে। ফ্যামিলি নিয়ে মানুষ যে ছবি দেখে সেই ছবি আটকে থাকে না।

চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন বলেন, প্রথমদিন হলে শাকিবিয়ানদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। দর্শক ছবি দেখে পছন্দ করছেন। তাই রাজকুমার লং রান করবে বলে বিশ্বাস করি। কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হলের মালিক সাজু আহমেদ বলেন, প্রথমদিনে ভালো গেছে, হাউজফুল পেয়েছি। আশা করছি দুএকদিনের মধ্যে আরও বেশি মানুষ ছবি দেখতে হলে আসবেন।

‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, প্রথমদিনে সারাদেশে থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি৷ আমাদের বিশ্বাস এটা আরও বাড়বে। সবশ্রেণির দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।

দেশের ১২৫টির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। জানা যায়, ২১০ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের প্রায় তিনভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, আনোয়ার, দিলারা জামান প্রমুখ।

Advertisement