Homeসব খবরআন্তর্জাতিকমারবো এখানে, লাশ পড়বে শ্মশানে : বিজেপির সমাবেশে মিঠুন...

মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে : বিজেপির সমাবেশে মিঠুন চক্রবর্তী

সব জল্পনা-কল্পনা শেষে নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার (৭ মার্চ) মোদি আসার আগেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন তিনি। মঞ্চে উঠেই মিঠুন চক্রবর্তী বলেন, জোড়াবাগানে একটা অন্ধকার গলিতে থাকতাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম, জীবনে কিছু একটা করবো। কিন্তু কল্পনা করিনি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বড় নেতা মোদিজি এই মঞ্চে আসবেন, আর আমি সেখানে থাকবো। অন্ধকার গলি থেকে মঞ্চে উঠে এসেছি। এটা স্বপ্ন নয় তো কী!

মঞ্চে উঠে মিঠুন বলেন, ‘আরেকটা স্বপ্ন দেখেছিলাম, তখন বয়স ১৮। গরিবদের জন্য কিছু করবো। আজ মনে হচ্ছে, সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। স্বপ্ন শুধু তো দেখার জন্য নয়, সফল হওয়ার জন্য। স্বপ্ন সফল করার উদাহরণ আমি। আমি গর্বিত বাঙালি।’

মঞ্চে মিঠুন চক্রবর্তীর সিনেমার ডায়লগ শোনার আবদার করে উৎসাহী জনতা। তখনই নিজের জনপ্রিয় ডায়লগ ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে’ রীতিমতো ঝড় তোলে ব্রিগেডের মাঠে। এই ডায়লগ দেওয়ার পর মিঠুন বলেন, এই ডায়লগটা চলবে। আরেকটা নতুন ডায়লগ দিচ্ছি, আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই, আমি কোবরা, আমি জাত গোখড়ো, এক ছোবলেই ছবি। আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো।

Advertisement