Homeসব খবরজেলার খবরমাছের ঘেরে সবজি চাষ, বাড়তি আয়ে খুশি চাষিরা!

মাছের ঘেরে সবজি চাষ, বাড়তি আয়ে খুশি চাষিরা!

নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের ইসরাইল হোসেন বলেন, ১৬ একর জমিতে মাছের ঘের করেছি। ৩ পাশে সবজি চাষ করেছি। ১৬ একর জমির ৩ পাশের সবজি চাষে সবমিলে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো খরচ হয়েছে। যেখান থেকে সবজি পাওয়ার সময় চলে এসেছে কম বেশি। সাদা সোনা খ্যাত চিংড়ির রাজধানী সাতক্ষীরায় মাছের ঘেরের আইলে চাষ হচ্ছে সবজি।

তাছাড়া চিংড়ির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিঠা পানিতে সাদা মাছের চাষ। আর সাদা মাছ চাষ সম্প্রসারিত হওয়ার সঙ্গে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। সবজি চাষ করে অতিরিক্ত আয় করতে পারছে চাষিরা।সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৮৭৫ হেক্টর জমির (মাছের ঘেরের বেড়ি) আইলে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়েছে।

এবার সবচেয়ে বেশি সবজির চাষ হয়েছে সাতক্ষীরা সদর উপজেলায় আর সবচেয়ে কম চাষ হয়েছে দেবহাটা উপজেলার মাছের ঘেরের আইলে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক নুরুল হুদা বলেন, বর্তমানে জেলার অধিকাংশ ঘেরের পাড়ে সবজি চাষ হচ্ছে। ঘের পাড়ে উৎপাদিত লাউ, উচ্ছে, শসা ও বরবটি আরো আগে থেকে জেলার বাজারগুলোতে আসতে শুরু করেছে। কৃষকরাও ভালো দাম পাচ্ছেন।

Advertisement