Homeসব খবরজেলার খবরমন কাড়ছে নীলফামারীর পদ্মবিল

মন কাড়ছে নীলফামারীর পদ্মবিল

সৌন্দর্যপিপাসুদের মন কাড়ছে নীলফামারীর পদ্মবিল। স্বচ্ছ পানিতে ফোঁটা লাল পদ্ম ফুল দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে পদ্মবিলে। স্থানীয়রা বলছেন, সরকারিভাবে পরিকল্পিত উদ্যোগ নিলে এটা হতে পারে জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান।

নীলফামারী জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে প্রায় ১০ একর জায়গাজুড়ে গড়ে উঠা ঐতিহ্যবাহী সিংদইবিল। অযত্নে পড়ে থাকা বিলটি দীর্ঘকাল ছিল দখলদারদের দখলে। সম্প্রতি বাহারি রঙের পদ্ম ফুল ফোঁটায় নজরে আসে প্রশাসনের। দখলমুক্ত করে দেখভালের দায়িত্ব দেয়া হয় স্থানীয় মৎস্যজীবীদের।

চারপাশ সবুজ প্রকৃতিতে ঘেরা আর মাঝখানে সৌন্দর্যের ডালা মেলে বসেছে বিলটি। এখন সবুজ প্রকৃতির মধ্যে স্বচ্ছ পানিতে ফোঁটা পদ্ম ছড়াচ্ছে মুগ্ধতা। লাল-সবুজের সৌন্দর্য সহজে নাড়া দিচ্ছে মনকে। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে দলে দলে এখানে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসুরা।

দর্শনার্থীরা জানান, পাকা সড়ক থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে পৌঁছাতে হয় বিলের কাছে। কাছে এলেও বিলটির চারপাশে ঘুরে দেখার কোনো উপায় নেই। পদ্ম ফুলের সৌন্দর্য দেখতে আর ঘুরতে হলে চড়তে হয় নৌকায়। সিংদই গ্রামের বাসিন্দা ময়েজ উদ্দীন, জহির শাহ, নরেশ চন্দ্রসহ অনেকে জানান, বিলটিতে ছড়িয়ে ছিটিয়ে ফুটেছে অসংখ্য পদ্ম ফুল। শোভা বৃদ্ধি করেছে এলাকাটির, যা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

কিন্তু যাতায়াতের পথ সুগম না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ জানান, বিলটির রক্ষণাবেক্ষণ ও যাতায়াতের সুবিধা করা হলে দর্শনার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি এলাকার আত্মসামাজকি ব্যবস্থার উন্নয়ন বৃদ্ধি পাবে।

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, বিলটি রক্ষণাবেক্ষণসহ যাবতীয় সমস্যা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement