Homeফুটবলভ্যানে আঁকলেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকা

ভ্যানে আঁকলেন প্রিয় দল আর্জেন্টিনার পতাকা

রবিউল আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক। চার বছর আগের হতাশা ভুলে এবার রবিউল নিজের পুরো ভ্যান আর্জেন্টিনা দলের পতাকায় রাঙিয়েছেন। মেসি, ডি-মারিয়াসহ পুরো আর্জেন্টিনা দলকে উৎসাহ জোগাতে দূর দেশে বসে রবিউলের এমন আবেগ মাখানো ভালোবাসায় মুগ্ধ এলাকার মানুষ। আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক রবিউল পাবনার চাটমোহর উপজেলার বড় গুয়াখড়া গ্রামের মৃত মোসলেম খানের ছেলে। পেশায় ভ্যানচালক। তবে নিজের একমাত্র ছেলে রনি হোসেন ব্রাজিলের ভক্ত হওয়ায় প্রায়শই বাবা-ছেলের বাকযু’দ্ধ হচ্ছে।

ছোটবেলা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা রবিউল ইসলামের (৪৫)। কিন্তু কিশোর বয়সে সংসারের হাল ধরায় অঙ্কুরে ভেস্তে যায় তার সেই স্বপ্ন। এলাকার মধ্যে যেখানে ফুটবল খেলা হয়, সেখানেই নিজের ভ্যান এবং তার কিছু অনুসারী নিয়ে হাজির হন। এলাকায় ফুটবল পাগল নামে পরিচিত রবিউল।

গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ভ্যানে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা আঁকা। এর জন্য দুই দিনের উপার্জনের ৮০০ টাকা ব্যয় করেন বরিউল। এ ছাড়া রঙ শুকানোর জন্য পাঁচ দিন বাড়িতে বসে থাকেন। অভাবের সংসার হলেও বিন্দুমাত্র চিন্তা নেই এই ফুটবল পাগল মানুষের। তবে বিপত্তি বেধেছে বাড়ির বাইরে বের হলেই কেউ সেলফি তোলেন, কেউ বা ভিডিও করেন। হাসি মুখে মেনে নিচ্ছেন সব হয়রানি। নানাভাবে হয়রানি হতে হচ্ছে তাকে।

এদিকে, স্ত্রী ও অন্য সন্তানরা আর্জেন্টিনার সমর্থক হলেও একমাত্র ছেলে রনি হোসেন ব্রাজিল দলের অন্ধভক্ত। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে বাকি আর কয়েক ঘণ্টা। এরমধ্যেই বাবা-ছেলের বাকযু’দ্ধ শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত বাবার পছন্দের দল আর্জেন্টিনা জয়লাভ করুক এমনটাই চায় এবার এসএসসি পরীক্ষা দেওয়া রনি। তবে ছাড় দিতে নারাজ রবিউল ইসলাম।

আর্জেন্টিনা সমর্থক রবিউল ইসলাম বলেন, এবারের আর্জেন্টিনা দলে অনেক ভালো খেলোয়াড় আছে। খুব ভালো খেলছে তারা। কোপা আমেরিকা কাপ জিতেছে। আর সবচেয়ে বড় কথা, যে দলে মেসির মতো খেলোয়াড় আছে, সেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ার কারণ দেখছেন না তিনি বেশ কিছু দিন ধরে ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে তার প্রিয় দল।

শিক্ষক কামরুল হাসান জানান, সংসারে নানা অভাবের মধ্যেও নিজের দুই দিনের উপার্জনের টাকা ব্যয় করে ভ্যানে পতাকা এঁকেছেন। দলের প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন করা যায়, তা রবিউলকে দেখলে ধারণা পাওয়া যায়। অসম্ভব ভালো মনের মানুষ রবিউল ইসলাম। তার বড় পরিচয়, তিনি ‘ফুটবল পাগল’ মানুষ।

Advertisement