Homeফুটবলভিনিসিয়াসের জোড়া গোলে কোয়ার্টারের পথে ব্রাজিল

ভিনিসিয়াসের জোড়া গোলে কোয়ার্টারের পথে ব্রাজিল

প্রথম ম্যাচে ব্রাজিলকে অপ্রত্যাশিতভাবে রুখে দিয়েছিল কোস্টারিকা। দ্বিতীয়টিতে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সেলেসাওদের। কাজটা দারুণভাবে করল ডোরিভাল জুনিয়রের দল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে দুর্দান্ত ব্রাজিল বড় ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেছে টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়ন দলটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে শনিবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলেছে তারা। জোড়া গোল করে জয়ের নায়ক ভিনিসিয়াস। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকুয়েতা।

ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। ১৭টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, প্যারাগুয়ে ১৫টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি।

শুরুটা ভালো ছিল না ব্রাজিলের। সাত মিনিটের মধ্যে গোল হজম করতে বসেছিল। কর্নার থেকে থেকে উড়ে আসা বল জায়গায় পেয়ে শট নিয়েছিলেন আলেক্স আর্কে। দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।

দুদলের আক্রমণ-প্রতি আক্রমণে আর মিসের মহড়ায় ৩১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আন্দ্রেস কুবাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি পাকুয়েতা।

পেনাল্টি মিসের চার মিনিটের মধ্যে এগিয়ে যায় ব্রাজিল। এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকুয়েতার পাসে বক্সের ভেতর থেকে জোরাল শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। বিরতির আগে প্যারাগুয়ের জালে দ্বিতীয় গোলটি করেন স্যাভিও।

বিরতির আগে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। একটি করে হলুদ কার্ড দেখে দুদলই। উত্তেজনার পারদ রেখে যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। ৩-০তে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরতে ওমর আলদারেতে গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে। ৬৩ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে ফের পেনাল্টি উপহার পায় ব্রাজিল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পাকুয়েতা। শেষে ৪-১তে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Advertisement