Homeসব খবরক্রিকেটভারতের পর এবার অস্ট্রেলিয়াতে অব্যবস্থাপনার শিকার বাংলাদেশ দল

ভারতের পর এবার অস্ট্রেলিয়াতে অব্যবস্থাপনার শিকার বাংলাদেশ দল

হোবার্টে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের এবার জিম্বাবুয়ে পরীক্ষা। প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হারের পর আত্মবিশ্বাসে ঝাঁকুনিই লাগার কথা টাইগারদের। তবে এই ম্যাচে ঐতিহাসিক এসসিজির অব্যবস্থাপনার শিকার বাংলাদেশ দল। ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আসল ড্রেসিংরুম না দেয়ার অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশ দলের এক কর্মকর্তা মাঠে উপস্থিত সাংবাদিকদের বলছিলেন, “আমাদের ক্রিকেটের মূল ড্রেসিংরুম ব্যবহার করতে দেয়া হয়নি। দেয়া হয়েছে রাগবির (এ মাঠে রাগবি, ফুটিও খেলা হয়) ড্রেসিংরুম, যেখান থেকে খেলাটা দেখাই যায় না। খেলা দেখতে হয়েছে ডাগআউটে বসে।”

শুধু তাই নয় ম্যাচ শেষে ড্রেসিংরুমের পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয় টাইগারদের। তাদের হোটেলে নিতে টিম বাসও আসে দেরি করে। আবার ওই মাঠে ভারত–নেদারল্যান্ডসের ম্যাচ চলায় বাংলাদেশ দলকে যত দ্রুত সম্ভব মাঠ ছাড়তে হচ্ছিল।

Advertisement